ময়মনসিংহ : ট্রেন থেকে চুরি করে আনা এক দম্পত্তির ভোটার আইডি কার্ড, শিক্ষাগত যোগ্যতার মূল সনদসহ বেশকিছু গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ একটি ব্যাগ প্রেসক্লাব বারান্দায় রেখে গেছে এক অজ্ঞাতনামা চোর।
ময়মনসিংহের গৌরীপুরে শনিবার দুপুরে চোরের এ অভিনব উদারতার ঘটনা ছিল ‘টক অব দ্য ডে’।
গৌরীপুর প্রেসক্লাব সূত্রে জানা গেছে, শনিবার গৌরীপুর প্রেসক্লাবের তালা খুলে বারান্দায় একটি সুন্দর কাপড়ের ব্যাগ পাওয়া যায়। পরে পুলিশকে স্থানীয় প্রেসক্লাব কর্তৃপক্ষ এ বিষয়টি অবহিত করে। ঘটনাস্থলে পুলিশ এসে ফেলে রাখা ব্যাগটি উদ্ধার করে।
গৌরীপুর থানা পুলিশ সূত্র জানায়, ব্যাগের ভেতর ময়মনসিংহ কেওয়াটখালী এলাকার আশীষ সরকার ও তার স্ত্রী সুচন্দা রানী পালের এসএসসি, এইচএসসি ও ডিগ্রির মূল সনদপত্র, দু’জনের ভোটার আইডি কার্ডসহ আরো বেশকিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র পাওয়া যায়।
উদ্ধারকৃত কাগজপত্র থেকে পাওয়া মোবাইল নম্বরে পুলিশ যোগাযোগ করে। অতি গুরুত্বপূর্ণ এসব কাগজপত্র প্রাপ্তির খবর শুনে আনন্দিত হন আশীষ সরকার। পরে শনিবার সন্ধ্যায় হারিয়ে যাওয়া এ ব্যাগটির মালিক আশীষ সরকারকে ব্যাগটি বুঝিয়ে দেয় পুলিশ।
আশীষ সরকার পুলিশকে জানান, “১ মার্চ মহুয়া ট্রেনে করে ঠাকুরোকোনা থেকে ময়মনসিংহ যাওয়ার পথে ট্রেন থেকে তার নিজের ও স্ত্রীর শিক্ষাগত যোগ্যতার সনদপত্রসহ অন্যান্য কাগজপত্র ভরা ব্যাগটি উধাও হয়ে যায়। ”
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুল হক বাংলানিউজকে জানান, ‘মূল্যবান সামগ্রী মনে করে চোর ব্যাগটি হয়তো চুরি করেছিল। ”
কিন্তু তাতে মূল্যবান কিছু না পেয়ে হয়তো চোর ওই ব্যক্তির জীবনের গুরুত্বপূর্ণ দলিলাদি নষ্ট না করে ওই ব্যক্তিকে ফিরিয়ে দেয়ার উদ্দেশেই প্রেসক্লাব বারান্দায় ব্যাগটি ফেলে রেখে গিয়েছিল। ’
এ ব্যাপারে গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল হাসান জুয়েল বাংলানিউজকে বলেন, “গত শুক্রবার এক উড়ো চিঠিতে বোমা মেরে গৌরীপুর প্রেসক্লাব ভবন উড়িয়ে দেয়া ও সাংবাদিকদের নাস্তিক আখ্যা দিয়ে হত্যার হুমকি দেয়া হয়। তাই শনিবার প্রেসক্লাব বারান্দায় হঠাৎ এ ব্যাগ দেখে সাংবাদিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। ”
তিনি জানান, “পুলিশ এসে ব্যাগটি উদ্ধার করলে আতঙ্ক কেটে যায়। ”
বাংলাদেশ সময় : ০৫৪৫ ঘণ্টা, ০৩ মার্চ, ২০১৩
সম্পাদনা : হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com