ঢাকা: প্রায় দেড় বছর আগে অর্থাৎ ২০১১ সালের নভেম্বরেই পেরিয়েছে পৃথিবীর সাতশ’ কোটিতম মানুষের কোটা! ২০২৫ সাল নাগাদ আটশ’ কোটি ছাড়িয়ে যাবে পৃথিবীর জনসংখ্যা!
সাতশ’তম অথবা আটশ’তম ব্যক্তির হিসেবে হয়তো অনেকেই রাখেন। বিশেষ করে বিশ্বের জনসংখ্যা ব্যুরোগুলোতে এই সৌভাগ্যবান ব্যক্তির নাম অনেকটা যত্নসহকারে লেখা থাকে।
তব পরিসংখ্যানবিদ আর গবেষকরাতো বসে নেই। বিশ্বের সব মানুষই যেন জনসংখ্যায় নিজের অবস্থান জানতে পারেন সে জন্য তারা আবিষ্কার করেছেন এক বিস্ময়কর অনলাইন ক্যালকুলেটর!
নির্দেশনা মতো আপনার জন্মতারিখ অর্থাৎ তারিখ, মাস, বছরের ঘর পূরণ করে ‘গো’ অর্থাৎ সার্চে ক্লিক করলেই পেয়ে যাবেন আপনার অবস্থান!
অনেক আগেই আবিষ্কৃত এবং বিবিসি অনলাইনে প্রকাশিত এই অনলাইন ক্যালকুলেটরটের লিংক বাংলানিউজের পাঠকদের জন্য ফের উপস্থাপন করা হলো।
লিংকে যান : http://www.bbc.co.uk/news/world-15391515
বাংলাদেশ সময় : ১১৫৩ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৩
সম্পাদনা : হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com