ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

উচ্চস্বরে হাসায় কারাদণ্ড!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৪, মার্চ ৭, ২০১৩
উচ্চস্বরে হাসায় কারাদণ্ড!

ঢাকা: নিজের বাড়িতে জোরে হেসে বিপাকে পড়েছেন এক মার্কিন তরুণ। শুধু বিপাকেই পড়েননি, আদালতের নির্দেশ অনুসারে এজন্য ৩০ দিনের কারাভোগ অথবা ৫০০ মার্কিন ডলার জরিমানা পরিশোধ করতে হবে রবার্ট শ্যাভেলি নামের ঐ তরুণকে!

নিউইয়র্কের রকভিলে সেন্টারের ২৪ বছর বয়সী তরুণ শ্যাভেলির বিরুদ্ধে অভিযোগ, তিনি পরপর ক’দিন এতো জোরে হেসেছেন যে পাশের প্রতিবেশির ‘শান্তিতে ব্যাঘাত’ ঘটিয়েছেন! এছাড়া অভিযোগকারীর দাবি, শ্যাভেলির হাসি রাস্তায়ও শোনা গেছে!

তবে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম জানিয়েছে, শ্যাভেলি নিউরোলজিকাল (স্নায়ুতাত্ত্বিক) সমস্যায় ভুগছেন।

এই সুযোগ নিয়ে তার সঙ্গে অনেকেই বিদ্রুপ করেন।

প্রসঙ্গত, দু’দফায় শ্যাভেলির বিরুদ্ধে ‘অযৌক্তিক হাসি’র অভিযোগ করেন ঐ প্রতিবেশি। প্রতিবেশির অভিযোগ, তিনি অন্যদের ‘বিরক্ত, কাজে হস্তক্ষেপ, কাজে ব্যাঘাত ও অশোভন আচরণ’ করেছেন।

তবে শ্যাভেলি বলেন, “আমি বুঝতে পারছি না- উচ্চস্বরে হাসলে অথবা সে আওয়াজ জানালা অতিক্রম করলে কিভাবে সেটা অপরাধ হয়?”

শ্যাভেলি স্বীকার করেন, যখন প্রতিবেশিরা তাকে দেখে বিদ্রুপ করেন তখনই তাদের থামিয়ে দেওয়ার জন্য খুব জোরে জোরে হাসেন তিনি। আর এটাই নিজেকে কটাক্ষ থেকে বাঁচানোর শ্রেষ্ঠ উপায় বলে দাবি করেন শ্যাভেলি।

অন্য দিকে শ্যাভেলির আইনজীবী অ্যান্ড্রু কাম্পানেলিও মেনে নিতে পারছেন না এ দণ্ড। তিনি বলছেন, “শুধু মাত্র হাসির কারণেই কাউকে ৩০ দিনের কারাদণ্ড কিংবা জরিমানা করা অগ্রহণযোগ্য। ”

বুধবার এ সংক্রান্ত মামলার শুনানিতে স্থানীয় আদালতের বিচারক উইলিয়াম ক্রুশিয়ার বলেন, “শ্যাভেলি অন্যকে বিরক্ত করে ক্ষমা প্রার্থনা করেননি বলে তার মামলা খারিজ করা হয়নি। ”

দণ্ডপ্রাপ্ত শ্যাভেলি মায়ের সঙ্গে নিউইয়র্কের বাসায় থাকেন।

বাংলাদেশ সময় : ১৮০৬ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৩
সম্পাদনা : হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।