ঢাকা: একজনের বুদ্ধিমত্তা, রাজনৈতিক চিন্তাধারা বা ব্যক্তিগত অভিরুচির বিষয়টি আপনি সহজে জানতে পারবেন ওই ব্যক্তির ফেসবুকে কি ধরনের বিষয়গুলোতে লাইক দেয়।
একটি গবেষণায় এমনই তথ্য বেরিয়ে এসেছে।
ফেসবুক ব্যবহারকারীদের ৫৮ হাজার ব্যক্তির ওপর ওই গবেষণাটি চালায় ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।
তাদের ব্যক্তিগত তথ্য ও ফেসবুক লাইকের সমন্বয় করে চারিত্রিক বৈশিষ্ট্য অনুধাবনের জন্য একটি পরীক্ষা নেওয়া হয়। ফেসবুক লাইকগুলোকে গাণিতিক পদ্ধতিতে নেওয়া হয় ও এর সঙ্গে ব্যক্তিত্ব পরীক্ষার তথ্যগুলোকে মিলিয়ে দেখা হয়।
গবেষকরা ব্যক্তির ধর্ম, রাষ্ট্রনীতি, জাতি ও লিঙ্গ নিরূপণে জন্য গাণিতিক পদ্ধতি ব্যবহার করেন।
গাণিতিক এই প্রক্রিয়ায়, ফেসবুক ব্যবহারকারীদের যথার্থভাবে ৮৫ শতাংশকে পুরুষ হিসেবে সনাক্ত করা গেছে।
আফ্রিকান-আমেরিকানদেরকে ককেশিয়ান-আমেরিকানদের থেকে আলাদা করার ক্ষেত্রে ৯৫ শতাংশ সঠিক হয়েছে।
রাজনীতির ক্ষেত্রে ডেমোক্রেটদের থেকে রিপাবলিকানদের আলাদা করার ক্ষেত্রে ৮৫ সঠিক ছিল।
বিভিন্ন ঘটনা ও সম্পর্কগত স্ট্যাটাসের ভিত্তিতে মুসলমান ও খ্রিষ্টান ধর্মাবলম্বীদের পার্থক্য ৮২ শতাংশ সঠিকভাবে নিরূপণ করা গেছে।
এছাড়াও ব্যক্তিগত প্রোফাইল তৈরির সময় মিউজিক ও টিভি শোগুলোতে বিপুল পরিমাণ লাইক পড়ে বলে বেরিয়ে এসেছে গবেষণায়।
বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, ১২ মার্চ,২০১৩
সম্পাদনা: সানজিদা সামরিন ও শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com