ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ইলেকট্রনিক প্রকল্প প্রতিযোগিতা

স্বপ্নযাত্রা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩২, মার্চ ২৩, ২০১৩
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ইলেকট্রনিক প্রকল্প প্রতিযোগিতা

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ২৪ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে জাতীয় ইলেকট্রনিক প্রকল্প প্রতিযোগিতা ২০১৩। চলবে ২৮ মার্চ পর্যন্ত।

 

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩০টি দল অংশ নিচ্ছে এ প্রতিযোগিতায়। এ প্রতিযোগিতায় কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছে আয়োজকবৃন্দ।

চারদিনব্যাপী এ আয়োজনে প্রকল্প প্রতিযোগিতা ছাড়াও থাকছে ম্যাথল্যাব এবং মাইক্রোকন্ট্রলারের উপর কর্মশালা, সেমিনার  এবং অন্তঃবিশ্ববিদ্যালয় সার্কিট কন্সট্রাকশন প্রতিযোগিতা।

বোর্ড অব ট্রাজটিজের সভাপতি ডঃ মোহাম্মদ ফরাসউদ্দীন ২৮শে মার্চ বিশ্ববিদ্যালয় মিলনায়তনে সমাপ্তি অনুষ্ঠানের প্রধান অতিথি আসন অলংকৃত করবেন বলে আয়োজন সূত্র নিশ্চিত করেছে।  

প্রতিযোগিতা সংক্রান্ত যে কোন তথ্য ewubd.edu/nepec ওয়েবসাইটে পাওয়া যাবে।  

উল্লেখ্য, এ বছর তৃতীয়বারের মতো জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতা আয়োজন করতে যাচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইলেকট্রনিক ক্লাব।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৩
সম্পাদনা: শেরিফ সায়ার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।