ঢাকা: কৃষ্ণকায় হলেও ওবামা একজন আকর্ষণীয় পুরুষ! মার্কিন প্রেসিডেন্টের ব্যক্তিত্ব নিয়ে এমন মন্তব্য করলেন স্বয়ং ‘মিস ইসরায়েল’।
জিতিশ আয়নহ নামের ২২ বছর বয়সী ইসরায়েলি সুন্দরী বলেন, “ওবামা একজন আকর্ষণীয় ও মনভুলানো পুরুষ! তিনি অসাধারণ ব্যক্তিত্বের অধিকারি একজন মানুষ!”
ইসরায়েলের সংবাদ মাধ্যম জানিয়েছে, তিন দিনের ঐতিহাসিক মধ্যপ্রাচ্য সফরে সকল কূটনৈতিক বৈঠক ও আলোচনার পাঠ চুকিয়ে বৃহস্পতিবার রাতে ইসরাইলি ‘বিউটি কুইন’ মিস ইসরাইলের সঙ্গে মিলিত হন ওবামা।
বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির সঙ্গে শুধু সাক্ষাৎই করেননি ইথিওপিয়ান বংশোদ্ভূত ইসরায়েলি সুন্দরী, একসঙ্গে রাতের খাবারও খেয়েছেন। এ সময় দুই ‘কৃষ্ণ রত্ন’কে পরস্পরের সঙ্গে পরিচিত করানোর কাজটি সারেন ইসরাইলি প্রেসিডেন্ট শিমন প্যারেজ।
ওবামা ও আয়নহের বক্তব্যের উদ্বৃতি দিয়ে ইসরায়েলি সংবাদ মাধ্যম আরও জানায়, সাক্ষাতে দু’জনই পরস্পরের ভূয়সী প্রশংসা করেন। এ সময় আয়নহের প্রশংসার জবাবে ওবামা বলেন, “তুমিও খুব সুন্দরী, মিশেল (ফার্স্ট লেডি) তোমার মতো লম্বা হলে খুবই খুশি হতো। ”
ওবামার সঙ্গে সাক্ষাতের পর আয়নহ সংবাদ মাধ্যমকে বলেন, “আমি ওবামার সম্পর্কে হাইস্কুলে পড়েছিলাম। তাঁর ওপর একটি রিসার্চ প্রজেক্টও করেছিলাম। কাজটি করে জানতে পেরেছি, ওবামা খুবই ব্যক্তিত্বসম্পন্ন একজন মানুষ! নিজের ভাগ্যের উপর আস্থা রেখে তিনি বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর পদটিতে বসেছেন। ”
বাংলাদেশ সময় : ১৯৩৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৩
সম্পাদনা : মো. কবির হোসেন ও হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com