ঢাকা : রাজধানীর রামপুরা-বনশ্রী খালের পাশে মেরাদিয়ায় সড়কের দুই পাশ জুড়ে মাসের চার দিন বিভিন্ন পণ্যের হাট বসে।
নারায়ণগঞ্জ রূপগঞ্জ ও গাউছিয়াসহ রামপুরার আশপাশের এলাকা থেকে দোকানিরা এসে হাটে বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেন।
স্থানীয় মানুষদের কাছে এই হাট খুবই জনপ্রিয়। উচ্চ ও মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্তরাও এখন থেকে কমমূল্য ভালো পণ্য ক্রয় করতে পারেন।
হাটের বিক্রেতারা জানান, প্রতি বুধবার হাট বসলেও সর্বক্ষণই ক্রেতাদের ভিড় থাকায় লোকসান গুনতে হয় না। বিক্রি ভালো হওয়ায় এখন হাটের বিস্তৃতিও ঘটেছে। এখন দূর-দূরান্ত থেকেও মানুষ আসে এই হাটে বিকিকিনি করতে।
ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে প্রতিদিনই ভোর থেকেই সরগরম হয়ে ওঠে মেরাদিয়ার হাট। ক্রেতাদের কাছে এটি মেরাদিয়ার সাপ্তাহিক হাট হিসেবে পরিচিত।
বাংলাদেশ সময়: ১০০১ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৩
আরআর