ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

বঙ্গবন্ধুর প্রতি শিক্ষার্থীদের ৭১টি চিঠি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৪, মার্চ ২৯, ২০১৩
বঙ্গবন্ধুর প্রতি শিক্ষার্থীদের ৭১টি চিঠি

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্দেশে চিঠি লিখেছে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো ছাত্র-ছাত্রী। আর এসব চিঠি নিয়ে আয়োজন করা হয়েছে ‘চিঠি উৎসব’।



শনিবার ঢাকায় শিল্পকলা একাডেমীর চিত্রশালা প্লাজায় বৃত্তান্ত’৭১ নামের এক সংগঠন এ উৎসবের আয়োজন করেছে।

এদিন বেলা সাড়ে ১১টায় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে উৎসব শুরু হবে। চিঠি লিখে যারা বিজয়ী হয়েছে তাদের জন্য রয়েছে পুরস্কার।

একই সঙ্গে রয়েছে বাছাই করা ৭১টি চিঠি নিয়ে ‘প্রতি, জাতির জনক’ শীর্ষক প্রকাশনা অনুষ্ঠান। অতিথি ও দর্শকদের এসব চিঠি পড়েও শোনানো হবে।

অনুষ্ঠানে আলোচনা করবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল বীরপ্রতীক, মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ, শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল, মিডিয়া ব্যক্তিত্ব আবদুন নূর তুষার ও ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৩
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।