ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

প্রিন্সের চুমুতে ‍লাজুক বালিকার ‘না’!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৯, এপ্রিল ৫, ২০১৩
প্রিন্সের চুমুতে ‍লাজুক বালিকার ‘না’!

ঢাকা: আদর করে চার বছরের একটি মায়াবী শিশুকে স্পেহাস্পদ চুমু খেতে গিয়ে বাধা পেয়ে লজ্জায় লালমুখ হয়ে ফিরতে হলো ব্রিটেনের রাজপরিবারের উত্তরসূরী প্রিন্স উইলিয়ামকে!

বৃহস্পতিবার উইলিয়াম ও তার স্ত্রী কেট মিডলটন দুই দিনের স্কটল্যান্ড সফরে গিয়ে স্থানীয় লোকদের সঙ্গে সাক্ষাৎ করার সময় এই মজার কাণ্ডটি ঘটে!

স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, ২০১৪ সালের কমনওয়েলথ গেমসের অন্যতম প্রস্তাবিত ভেন্যু এমিরেটস এরেনা পরিদর্শন শেষে বাইরে জড়ো হওয়া মানুষের সঙ্গে দেখা করেন প্রিন্স দম্পতি।

এ সময় ৪ বছর বয়সী মায়াবী চেহারার শোনা রিচিকে আদর করে কোলে নিয়ে চুমু খেতে যান প্রিন্স।

কিন্তু মেয়েটি যে ভীষণ লাজুক তা বোধ হয় প্রিন্স জানতেন না। রিচির গালে যেই না চুমু দিতে যাবেন অমনি মুখের ওপর ‘নো, থ্যাঙ্কস’ বলে চম্পট!

উপস্থিত জনতার সঙ্গে হেসে ওঠেন প্রিন্স পত্নী কেট মিডলটনও। না হেসে পারেননি প্রিন্স নিজেও!ু

মেয়েটির মা সংবাদ মাধ্যমকে বলেন, “আমরা যুবরাজ দম্পতির সঙ্গে দেখা করতে গেলে রিচিকে চুমু খেতে যান প্রিন্স। কিন্তু তখনই লাজুক মেয়েটি ‘অপরিচিতজন’ ভেবে লজ্জা পেয়ে পালিয়ে যায়। ”

বাংলাদেশ সময় : ১৭০০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৩
সম্পাদনা : হুসাইন আজাদ, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।