ঢাকা: শনিবার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশে হয়ে গেল তথ্যপ্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক প্রতিযোগিতা ইমাজিন কাপ বাংলাদেশের চূড়ান্ত পর্ব। এ প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।
পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে আপনজনের হার্টরেট প্রতিমুহূর্তে নজরদারী করার উইন্ডোজ ফোন অ্যাপ তৈরি করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দল বুয়েট ১০১ জয়ী হয়।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ আয়োজনে দ্বিতীয় হয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় বাংলাদেশের টিম ব্লু। মূক ও বধিরদের জন্য উইন্ডোজ অ্যাপ তৈরি করে তারা দ্বিতীয় হয়।
অন্যদিকে তৃতীয়স্থান লাভ করেছে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে নার্ডক্যাটস। এ দলটি উইন্ডোজ ফোনের জন্য বাংলা ফনেটিক কীবোর্ড তৈরি করেছে।
এর আগে সারাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৩৫টি দল প্রতিযোগীতায় নাম নিবন্ধন করে। প্রাথমিক বাছাই পর্বে ১২টি দল তাদের প্রকল্প বিচারকদের সামনে উপস্থাপন করে। সেখান থেকে চূড়ান্ত পর্বে চারটি দলকে নির্বাচিত করা হয়।
শনিবার অনুষ্ঠিত চূড়ান্ত পর্বের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মাদ মোস্তফা ফারুক এবং বিশেষ অতিথি ছিলেন সচিব নজরুল ইসলাম খান।
বিজয়ীদলকে পুরষ্কার হিসেবে দেওয়া হয় দোয়েল ল্যাপটপ ও নোকিয়া লুমিয়া ৬২০ ফোন। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের দোয়েলের পক্ষ থেকে পুরস্কার হিসেবে ল্যাপটপ দেওয়া হয়।
বিজয়ীদলটির আরও একটি অনলাইন রাউন্ডে অংশ নেবে। উক্ত রাউন্ডে নির্বাচিত হলে চলতি বছর ইমাজিন কাপ ওয়ার্ল্ডওয়াইড ফাইনাইলে অংশ নেওয়ার সুযোগ পাবে। আন্তর্জাতিক এ আয়োজন অনুষ্ঠিত হবে জুলাইয়ে রাশিয়ার সেন্টস পিটার্সবার্গে।
বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৩
সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর