ফরিদপুর: ‘‘শুধু সন্তান হত্যার বিচার চাই। যে হেফাজতের লোকেরা আমার প্রিয় বুকের ধন কেড়ে নিয়েছে, সরকারের কাছে শুধু তাদের বিচার চাই।
হেফাজত ইসলামের কর্মীদের হাতে গত শনিবার নির্মমভাবে খুন হওয়া ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নওশের খানের মা রোকেয়ার এমন বিলাপে উপজেলার শিকদারকান্দা গ্রামের আকাশ-বাতাস ভারি হয়ে উঠেছে।
বাবা চান মিয়া খান বলছেন, ‘‘আমার লাশ ও (নওশের) কাঁধে নেবে, তা না করে উল্টো আমাকে ওর কবর জিয়ারত করতে হবে, এ যে আমি কল্পনাও করিনি। ’’
সোমবার সকালে নিহত ছেলের কবর জিয়ারত করতে গিয়ে পরিবারের সদস্যদের এমন আহাজারিতে সান্ত্বনা দিতে ছুটে আসেন প্রতিবেশীরা। কিন্তু হেফাজতের কারণে নিঃস্ব হয়ে যাওয়া এ পরিবারটিকে সান্ত্বনা দেওয়ার ভাষাও জানা ছিল না কারো।
বাড়ির বড়দের কান্না ছিল বোবা মুখের মতো। কিন্তু নওশেরের তিন শিশু সন্তানের চিৎকার করে কান্নায় ওই বাড়িতে আসা কেউই চোখের পানি ধরে রাখতে পারেননি।
নিহত নওশেরের একমাত্র মেয়ে ৯ বছরের শিশু আজমেরী তার বাবাকে ডাকছে, ‘‘বাবা আমারে তুমি নিয়ে যাও, ও বাবা, ও বাবা। ’’ তার এমন চিৎকারে শিকদারকান্দা গ্রামও কাঁদছে এখন।
নওশেরের বাড়িতে আসা প্রতিবেশী সাহাদত মোল্যা জানান, ‘‘এ অসহায় পরিবারটির দেখভাল করার মতো আর কেউ থাকলেন না। পরিবারটির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হেফাজত ইসলামের হাতে জীবন দিতো হলো। সরকারের কাছে দাবি, এ পরিবারের দায়িত্ব যেন সরকার নেয়। ’’
নিহত নওশের খানের স্ত্রী শিউলী বলেন, ‘‘আমার আর আমার সন্তানদের আর্তনাদ পৌঁছাবে না হেফাজতের লোকজনের কাছে। ওরা যে অন্ধ, তা না হলে কি নির্মমভাবে একটি মানুষকে এভাবে ওরা খুন করতে পারে?’’
শিউলী আরও বলেন, ‘‘আমার যে ক্ষতি হওয়ার তা হয়েছে। আমি এখন আমার স্বামী হত্যার বিচার চাই। ’’
উল্লেখ্য, ৬ এপ্রিল শনিবার হেফাজতের ফরিদপুরের নেতাকর্মীরা লংমার্চে যাওয়ার পথে ভাঙ্গা উপজেলার চৌরাস্তা মোড় এলাকায় হরতাল সমর্থনকারীদের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় হেফাজত কর্মীরা নওশের খানকে কুপিয়ে ও পিটিয়ে খুন করেন।
এ ঘটনায় স্ত্রী শিউলী আক্তার বাদী হয়ে ভাঙ্গা থানায় হেফাজত নেতা আহম্মেদ মাকসুদ, রকিবুল ইসলাম ও হাসমত উল্লাহসহ অজ্ঞাত অনেককে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।
ভাঙ্গা থানার ওসি দাদন ফকির জানান, হত্যার পর থেকে হেফাজতকর্মীরা গাঢাকা দিয়েছেন। খুনের ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের যতো দ্রæত সম্ভব গ্রেফতার করা হবে।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৩
রেজাউল করিম বিপুল/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর-eic@banglanews24.com