ঢাকা: “মা অন্ধ তাই সন্তানের দৃষ্টিশক্তিতে তার প্রভাব পড়বেই”-এমনটাই হওত হয়ত অনেকের ধারণা। কিন্তু সাম্প্রতিক এক গবেষনায় দেখা গেছে অন্ধ মায়ের সন্তানদের দৃষ্টি ও স্মরণ শক্তি সুস্থ বাবা-মায়ের সন্তানদের চাইতে বেশি প্রখর।
গবেষণায় বলা হয়, “অন্ধ বাবা মা’র স্থিরদৃষ্টি ও অন্ধত্ব তাদের সন্তানদের প্রভাবিত করে না”।
উল্টো, গবেষনায় দেখা গেছে, অন্ধ বাবা-মা আর দৃষ্টিশক্তি সম্পন্ন পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলতে যেয়ে তাদের তথ্য আদান-প্রদান বা যোগাযোগ করার ক্ষমতা অন্যদের তুলনায় উন্নত এবং প্রখর হয়ে থাকে।
লণ্ডণ বিশ্ববিদ্যালয়ের দৃষ্টি ও স্নায়ু বিজ্ঞানি আতসুশি সেঞ্জু জানান, এমন সন্তানেরা অত্যন্ত নমনীয় হয়ে থাকে এবং তাই তারা অতিদ্রুত অভিযোজনের মাধ্যমে যোগাযোগের বিভিন্ন পদ্ধতি শিখতে সক্ষম হয়।
বাংলাদশে সময়: ২২৩০ ঘণ্টা, ১০ এপ্রিল, ২০১৩
বুশরা ফারজিমা হুসাইন/সম্পদনা: কবির হোসেন, নিউজরুম এডিটর