নাসার কেনেডি স্পেস সেন্টারে শুরু হতে যাওয়া নাসা লুনাবটিক্স মাইনিং প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)।
আগামী ২০ মে শুরু হতে যাওয়া এ প্রতিযোগিতায় দ্বিতীয়বারের মতো অংশ নিয়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে আইইউটি।
২০১২ সালে আয়োজিত এ প্রতিযোগিতার তৃতীয় আসরে অংশ নিয়ে বিশ্বের ৬০টি বিশ্ববিদ্যালয়ের সাথে প্রতিযোগিতা করে ২৩তম স্থান অধিকার করে আইইউটি।
এবারের আসরে সমগ্র বিশ্ব থেকে ৫০টি বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় মনোনীত হয়েছে। বাংলাদেশ থেকে আইইউটি ছাড়াও অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়(বুয়েট) চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়(চুয়েট), মিলিটারি ইন্সটিটিউট অফ টেকনোলোজি(এমআইএসটি) এবং নর্থসাউথ বিশ্ববিদ্যালয়।
আইইউটি লুনাবটিক্স দলের এবারের লুনাবটের নাম রাখা হয়েছে ‘লুনাশিয়ান-জি২’। দুইজন অধ্যাপক, একজন সহকারী অধ্যাপক ও ১৪ জন ছাত্রের সমন্বয়ে গঠিত হয়েছে এবারের আইইউটি লুনাবটিক্স দল।
দলের তিনজন উপদেষ্টা হলেন ডঃ মোঃ নুরুল আবসার চৌধুরী, ডঃ মোঃ আশরাফুল হক, গোলাম সারওয়ার। ছাত্রদের মধ্যে রয়েছেন ইশতিয়াক রহমান, রিয়াসাত সিয়াম ইসলাম, আবরার আহমেদ, শাদমান নাফিস, আসিফ আল নূর, মনসুর আলী জিসান, আসিফ নেওয়াজ খান, এএফএম জুনাঈদ, ইমতিয়াজ নূর অমি, আদিব বিন রশীদ, আব্দুল্লাহ বিন শামস, মেহরান নাজিব, আশিক উল্লাহ মোহাম্মদ মাসুক এবং সানাউল ইসলাম।
আইইউটির নিজস্ব ওয়ার্কশপে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে রোবট তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন দলের সদস্যবৃন্দ। লুনাশিয়ান-জি২ এর নির্মাণ কাজ এখন প্রায় শেষের পর্যায়ে। রোবটের ডিজাইনকে নির্ভুল করে তোলার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন দলের সদস্যরা।
সেইসাথে রোবটের বিভিন্ন সিস্টেম টেস্টিংয়ের কাজ এখন প্রায় শেষের পথে। গতবারের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে এবারও দেশের জন্য ভালো কিছু বয়ে আনার ব্যাপারে আশাবাদী আইইউটি লুনাবটিক্স দলের সদস্যরা।
দলের সদস্য আসিফ আল নূর প্রতিযোগিতায় দলের প্রত্যাশার কথা ব্যক্ত করে বলেন, “বাংলাদেশ থেকে যে পাঁচটি দল প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে আমরা তাদের সফলতা কামনা করি। সেইসাথে আমরা চাই এবছর বাংলাদেশ থেকে কোনো একটা দল যেন শীর্ষ দশে জায়গা করে নিতে পারে। হতে পারে সেটা আইইউটি, বুয়েট, চুয়েট, নর্থসাউথ কিংবা এমআইএসটি। আমরা চাই এবারের আসরে ভালো কিছু করে দেশের জন্য গৌরব বয়ে আনা, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করা ”
প্রতিযোগিতা চলাকালীন সময়ে আইইউটি লুনাবটিক্স দলের অগ্রগতির খবর জানা যাবে দলের ওয়েবসাইট (www.iutlunabotics.com) এবং ফেসবুক ফ্যানপেজের (www.facebook.com/iutlunabotics) মাধ্যমে। নাসার কেনেডি স্পেস সেন্টারে প্রতিযোগিতা চলবে ২০ মে থেকে ২৪ মে পর্যন্ত।
লেখক: মনসুর আলী জিসান (আইইউটির শিক্ষার্থী এবং লুনাবটিক্স দলের অন্যতম সদস্য)
বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৩
সম্পাদনা: শেরিফ আল সায়ার, বিভাগীয় সম্পাদক (sheriff.sire@gmail.com)