ঢাকা: নিউজিল্যান্ডে ৭৭টি ‘উদ্ভট’ নামের তালিকা তৈরি করে এসবের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সংশ্লিষ্ট প্রশাসন।
কর্মকর্তারা জানান, নবজাতকের জন্মের পর এসব অশোভনীয় ও আপত্তিকর ‘উদ্ভট’ নাম রাখেন অভিভাবকরা, যেগুলো খুবই নিম্নরুচির।
এসব উদ্ভট নামের তালিকায় রয়েছে লুসিফার, মাফিয়া নো ফিয়ার, এনাল, কুইন ভিক্টোরিয়া ও ভি৮ (V8) প্রভৃতি।
কর্মকর্তারা বলেন, অনেক বাবা-মা তাদের নবজাতকদের নাম রাখতে এতটাই অনুৎসাহিত বোধ করেন যে, পরিবারের অন্য একজন সদস্যের নামের সঙ্গে দ্বিতীয়, তৃতীয় বা পঞ্চম (2nd, 3rd or 5th) লাগিয়ে দায় সারা নাম রেখে দেন।
তাছাড়া, অনেক বাবা-মা নবজাতকের নামের আগে রাজা (king), সর্দার (duke) ও রাজকুমারী (princess) ইত্যাদি রাজকীয় উপাধি কিংবা পদের নামে জোড়া দিয়ে থাকেন।
২০০১ সালে পাস হওয়া আইনি নিষেধাজ্ঞা অনুসারে, তারা এসব উপাধি ও পদবী নবজাতকের নামের সঙ্গে রাখতে পারবেন না।
এসব নামের মধ্যে জাস্টিস (Justice) অধিক জনপ্রিয় হওয়ার পরেও ৬২ বার এ নামটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় হয়। পরবর্তীতে জাস্টাস (Justus) ও জাজটিস (Juztice) এর মতো নামগুলোও বাতিল হয়ে যায়।
উল্লেখ্য, ২০০৮ সালে নিউজিল্যান্ডের পারিবারিক আদালতের বিচারক রব ম্যুরফিট নবজাতকের ১৬ নাম্বার বাস শেল্টার (Number 16 Bus Shelter), মিডনাইট চারডোন্নে (Midnight Chardonnay) কিংবা নবজাতক জমজ হলে বেন্সন (Benson) ও হেজ (Hedge) জাতীয় ‘উদ্ভট’ নামকরণের ব্যাপক সমালোচনা করেন।
বাংলাদেশ: ১৪১০ ঘণ্টা, মে ০২, ২০১৩
সম্পাদনা: বুশরা ফারিজমা হুসাইন ও হুসাইন আজাদ, নিউজরুম এডিটর