নর্থ সাউথ ইউনিভার্সিটিতে তরুণ ব্যবসায়িদের উদ্বুদ্ধ করতে হয়ে গেল মাস্টার্স অব আইডিয়েশনের কৌশল বিষয়ক কর্মশালা।
তরুণ উদ্যোক্তা সংগঠন ‘ইয়েস ক্লাব’ আয়োজিত ব্যবসায়িক বিয়ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয় ১৭ মে নর্থ সাউথ ইউনিভার্সিটির বসুন্ধরা ক্যাম্পাসে।
‘মাস্টার্স অব আইডিয়েশন’ একটি আন্তঃবিশ্ববিদ্যালয় কৌশলভিত্তিক ব্যবসায়িক পরিকল্পনা বিষয়ক প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় দেশের নামকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ব্যবসায়িক পরিকল্পনায় জ্ঞানে সমৃদ্ধ করার লক্ষ্যেই ইয়েস ক্লাব এ কর্মশালার আয়োজন করেছে। এ কর্মশালা অতিথি বক্তদের মধ্যে ছিলেন এশিয়ান টাইগার ক্যাপিটালের সহকারী ব্যবস্থাপক ইফতি ইসলাম, উপ সভাপতি এবং ব্যবস্থাপক ডিএএনএম মুস্তাফিজুর রহমান, কৌশল বিজ্ঞানের গবেষক এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রভাষক ববি হাজ্জাজ প্রমুখ।
বক্তারা ব্যবসায়িক কৌশল ও সমস্যা সমাধানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। প্রতিযোগিতার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে আগামী ২৪ মে। অংশগ্রহণকারী দলগুলো থেকে মাত্র ১২ টি দল দ্বিতীয় পর্বে উঠবে।
দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ২৫ মে। দ্বিতীয় পর্ব থেকে ৬টি দল চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করার সুযোগ পবে। চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ৩০ মে।
এ প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। এ প্রতিযোগিতায় অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে সহযোগিতা করছে জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, মে ১৮, ২০১৩
সম্পাদনা: শেরিফ সায়ার, বিভাগীয় সম্পাদক