ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

হার্ভার্ডের রাইজিং স্টার বাংলাদেশি ইজাজ

স্বপ্নযাত্রা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৩, মে ১২, ২০১৩
হার্ভার্ডের রাইজিং স্টার বাংলাদেশি ইজাজ

বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের প্রতিষ্ঠাতা ও সভাপতি ইজাজ আহমেদ হার্ভার্ড কেনেডি স্কুলের রাইজিং স্টার নির্বাচিত হয়েছেন। ইউনিভার্সিটি ইন কেমব্রিজ, ম্যাসাচুসেটসের জন এফ কেনেডি ফোরামে ১১ মে এ সম্মাননা দেওয়া হয়।



হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ২০০৮ সালে পাবলিক পলিসিতে মাস্টার্স সম্পন্ন করা ইজাজের হাতে পুরস্কার তুলে দেন কেনেডি স্কুলের অধ্যাপক মার্টি লিন্সকি।

ইজাজ সম্পর্কে তিনি বলেন, বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে ইজাজ বাংলাদেশের যুব সমাজকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করছে। এটি সত্যিই প্রশাংসাযোগ্য।  

তিনি আরও বলেন, নেতৃত্ব প্রশিক্ষণের মাধ্যমে মানুষের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলা সম্ভব। এ কথাটিই ইজাজ প্রমাণ করলো।

হার্ভার্ড কেনেডি স্কুলের সাবেক শিক্ষার্থীদের নিয়ে গঠিত বোর্ড এবং অফিস অব অ্যালামনাই এই পুরস্কার নির্ধারণ করে।

ইজাজ আহমেদ তার এই পুরস্কার বাংলাদেশের সকল তরুণদের উৎসর্গ করেছেন। একইসঙ্গে যে দলটির চেষ্টায় আজ বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার কাজ করে যাচ্ছে তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান।

প্রসঙ্গত হার্ভার্ডের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যারা কর্মজীবন শুরু করার ৬ বছরের মধ্যে একজন নেতা অথবা পরিবর্তনের নেতা হয়ে উঠতে পেরেছেন। এছাড়াও একক কৃতিত্বে মানুষের জীবনে, বেসরকারি অথবা সরকারিভাবে কর্মক্ষেত্রে অবদান রেখেছেন। তাদের এ বিশেষ পুরস্কারে সম্মানিত করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, মে ১২, ২০১৩
সম্পাদনা: শেরিফ সায়ার, বিভাগীয় সম্পাদক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।