সম্প্রতি ২৫ বছরের কোডি উইলসনকে বিশ্বজুড়ে চলছে তোলপাড়। থ্রিডি প্রিন্টিং মেশিন দিয়ে ঘরে বসেই বন্দুক তৈরির বিস্ময়কর পদ্ধতি আবিষ্কার করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন এই মার্কিন যুবক।
উইলসন ‘ডিফেন্স ডিস্ট্রিবিউটর’ নামে একটি অনলাইন বন্দুকের দোকানের মালিক। অলাভজনক এ প্রতিষ্ঠানটি ‘উইকি ওয়েপনস’ নামে পরিচিত। তিনি ইন্টারনেট থেকে যেকোনো বন্দুকের ছবি ডাউনলোড করে থ্রিডি প্রিন্টার দিয়ে তার কাঠামো বানিয়ে ফেলেন। এই অবিশ্বাস্য উদ্ভাবনের পর তিনি নায়ক না ভিলেন, তা নিয়ে বিশ্বজুড়ে চলছে বিতর্ক।
ইউনিভার্সিটি অব টেক্সাসের দ্বিতীয় বর্ষের ছাত্র উইলসন এত কম বয়সেই উইয়ার্ড ম্যাগাজিনের পৃথিবীর শীর্ষ ১৫ বিপজ্জনক ব্যক্তির তালিকায় স্থান করে নিয়েছেন। তবে কোডি তার এ উদ্ভাবনকে ‘নিছক নিরীক্ষণ’ হিসেবে মনে করেন। বিষয়টি নিয়ে সবাইকে খুব বেশি উদ্বিগ্ন না হতেও আহবান জানিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে তিনি বলেন, সবাই বলছিল, ঘরে বসে বন্দুক তৈরি করা অসম্ভব। আমি এটি নিয়েই ভেবেছি। তারপর কাজ শুরু করেছি। পৃথিবীর প্রায় সব কাজই ইন্টারনেট দিয়ে করে ফেলা সম্ভব। আমি শুধু এটাই প্রমাণ করতে চেয়েছি।
বাংলাদেশ সময়: ২২৪৪ ঘণ্টা, মে ১৯, ২০১৩
সম্পাদনা: এসএএস