শেষ হলো তরুণ উদ্যোক্তা তৈরিতে নর্থসাউথ ইউনির্ভাসিটি বিজনেস ক্লাবের (এনএসইউ) আয়োজন মাস্টার্স অব আইডিয়েশন ক্যাম্পেইন-২০১৩। এবার চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ বিভাগের টিম ‘ব্যাট ক্যাটস’।
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৩৬টি টিম এ ক্যাম্পেইনে অংশ নেয়। এবারের ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য ছিল ক্ষুদ্র উদ্যোক্তা খাতের আরও উন্নয়ন ঘটানো।
প্রথম রানার আপ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়- আই বি এ এর অ্যানগ্রি পেন্সিলস এবং দ্বিতীয় রানার আপ হয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের রেট্র নুর দল। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় চ্যাম্পিয়ন, প্রথম রানার আপ ও দ্বিতীয় রানার আপ দলকে পুরস্কৃত করা হয়।
ক্যাম্পেইনে অংশ নিয়ে শিক্ষার্থীরা তাদের বিভিন্ন ব্যবসায়িক ধারণা তুলে ধরেন। এসব আইডিয়া আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন। এছাড়া দেশের বাণিজ্য খাতের বিভিন্ন সমস্যা মোকাবেলায় কর্মপন্থা নিয়েও এতে আলোচনা করা হয়।
পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন টিম পেয়েছে একটি ক্রেস্ট ও ৫০ হাজার টাকা। প্রথম রানার আপ ৩০ হাজার ও দ্বিতীয় রানার আপ টিম পেয়েছে ২০ হাজার টাকা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এমএ হাশেম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ড. আবদুস সাত্তার। একইসঙ্গে এমটিবি’র এসএমই ব্যাঙ্কিং প্রধান জনাব মোহাম্মাদ ইকবালসহ অনেকে।
মাস্টার্স অব আইডিয়েশন ক্যাম্পেইনের অনলাইন মিডিয়া পার্টনার ছিলো বাংলানিউজটোয়েন্টিফোর.কম। এছাড়া ইলেক্ট্রনিক মিডিয়া পার্টনার ছিল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, প্রিন্ট মিডিয়া পার্টনার ঢাকা ট্রিবিউন ও রেডিও পার্টনার এবিসি রেডিও। এ প্রতিযোগিতার মূল পৃষ্ঠপোষক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক।
বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, জুন ১০, ২০১৩
সম্পাদনা: শেরিফ সায়ার, বিভাগীয় সম্পাদক (স্বপ্নযাত্রা)