স্বাস্থ্য সেবায় তথ্যপ্রযুক্তির ব্যবহার ও স্তন ক্যান্সার চিকিৎসায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সাইকেল র্যালির আয়োজন করেছে আমাদের গ্রাম উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি প্রকল্প। এভারেস্ট একাডেমির সহযোগিতায় আগামী ৬-৭ সেপ্টেম্বর দু দিনব্যাপী এ সাইকেল র্যালি অনুষ্ঠিত হবে।
র্যালির প্রথম দিন ৬ সেপ্টেম্বর সকাল ৯টায় পিরোজপুর থেকে বাগেরহাট এবং দ্বিতীয় দিন ৭ সেপ্টেম্বর বাগেরহাট থেকে ষাট গম্বুজ মসিজদ অবধি সাইকেল র্যালি হবে। র্যালির নেতৃত্ব দেবেন বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম।
র্যালিতে অংশ নিতে আগ্রহীরা (http://goo.gl/ENOyy6) এ ঠিকানায় নিবন্ধন করতে পারবেন। আগ্রহীরা এতে অংশ নিতে (info@amadergram.org) এ ঠিকানায় ইমেইলও করতে পারবেন। এ ছাড়াও ঢাকাস্থ (এভারেস্ট একাডেমি, ১৪/৪ ইকবাল রোড, ঢাকা ১২০৭) এ ঠিকানায় সরাসরিও যোগাযোগ করা যাবে।
বাংলাদেশ সময় ১৭১৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৩
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর