গোদাগাড়ী (রাজশাহী): ঈদের ছুটিতে গোদাগাড়ীর একমাত্র বিনোদন কেন্দ্র সাফিনা পার্কে ভিড় জমাচ্ছেন বিনোদনপ্রেমীরা। নানা বয়সী দর্শনার্থীদের ভিড়ে ঈদের ছুটিতে যেন অন্যরূপ ধারণ করেছে পার্কটি।
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করেও রোববার পার্কটিতে বিনোদনপ্রেমীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ঈদকে ঘিরে সাফিনা পার্ক যেন সজ্জিত হয়েছে নতুন রূপে।
নওগাঁ থেকে আসা দর্শনার্থী শহিদুল বাংলানিউজকে বলেন, ‘সাফিনা পার্ক নতুন ভাবে নির্মিত হওয়ায় রাজশাহীর মধ্যে এটি একটি অন্যতম পর্যটন ও বিনোদন কেন্দ্র হিসেবে সুনাম অর্জন করেছে। ’ এখানকার পরিবেশ ও আয়োজন ভালো বলেও জানান তিনি।
পার্কে বেড়াতে আসা শফিকুল নামের এক প্রকৌশলী বাংলানিউজকে জানান, ‘এ অঞ্চলের মানুষের বিনোদনের জন্য তেমন কোনো ভালো জায়গা নেই। তবে সাফিনা পার্ক নতুন ভাবে গড়ে উঠায় বরেন্দ্র অঞ্চলের মানুষের বিনোদনের অভাব কিছুটা পূরণ হবে। ’
অত্যন্ত মনোরম প্রাকৃতিক পরিবেশে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে উপজেলার মোহনপুর ইউনিয়নের দিগরাম খেঁজুরতলায় প্রায় ৪৮ বিঘা জমির উপর গড়ে উঠেছে এই সাফিনা পার্ক। গত বছরের ২১শে অক্টোবর পার্কের উদ্বোধন করেন শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।
সুদৃশ্য গেট দিয়ে পার্কের ভেতরে ঢুকতেই চোখ পড়বে লেক। লেকে রয়েছে ১০ টি স্পিড বোট। পার্কের মাঠগুলোতে দাঁড়িয়ে রয়েছে পশুপাখি,বাঘ ,সিংহ ,জিরাফ,জলপরী ইত্যাদির ভাস্কর্য।
এছাড়া দর্শনার্থীদের জন্য রয়েছে সুন্দর পরিবেশে বসার জায়গা। রয়েছে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত সাউন্ড সিস্টেম, শীতাতপ নিয়ন্ত্রিত ২শ’ আসনের কনফারেন্স হলরুম,রেস্টুরেন্ট,ফাস্ট ফুড,কনফেকশনারির দোকান, মিনি মার্কেট ইত্যাদি।
এছাড়া সভা-সমাবেশ,সেমিনার করার জন্য বৃহৎ মঞ্চ সহ কনসার্ট জোনও রয়েছে পার্কের মধ্যে। বাচ্চাদের বিনোদনের জন্য পার্কের ভেতর বিভিন্ন জায়গায় রয়েছে ট্রেন,ঝুলন্ত ক্রেন,নাগরদোলা। এছাড়া রাতের বেলা পানির সুদৃশ্য ফোয়ারা উদ্ভাসিত হয়ে ওঠে রঙ্গিন আলোতে।
পার্কে স্থান পেয়েছে গ্রাম বাংলার ইতিহাস,ঐতিহ্য,সাঁওতালদের বিদ্রোহ জীবনের আলপনা। পার্কের পিকনিক স্পটে রয়েছে পানি ও টয়লেটের সুব্যবস্থা। পর্যটকদের রাত্রি যাপনের জন্য এখানে রয়েছে ১৩ টি অত্যাধুনিক কক্ষ। এর মধ্যে তিনটি শীতাতপ নিয়ন্ত্রিত।
সবকিছু মিলেই সাফিনা পার্কের মনোরম পরিবেশ পর্যটক ও দর্শনার্থীদের বিনোদনের চাহিদা মেটাবে বলে বাংলানিউজকে জানান সাফিনা পার্কের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক।
বাংলাদেশ সময়: ০২৩৪ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৩
সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর