ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

দুর্ভিক্ষ নয়!

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৩, আগস্ট ২০, ২০১৩
দুর্ভিক্ষ নয়!

শিল্পাচার্য জয়নুল আবদিনের আঁকা দুর্ভিক্ষের দিন হয়তো এখন আর নেই। এখন মানুষের মৃত্যু হলে অন্য প্রজাতির খাবারে পরিণত হয় না।



ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে খেতে যেমন কুকুর ও মানুষ সখ্য গড়ে ওঠে তেমনি মানুষের খাবারেও ভাগ বসায় পশুপাখি। ছবিটিতে তেমনি মানব শিশু আর কাকের সখ্য দেখা যাচ্ছে। শিশুটির চারপাশে এত কাকের ভিড় থাকলেও ভীত নয় শিশুটি। বরং তারা যেন কতকালের বন্ধু! হয়ত তাদের বেড়ে ওঠার পরিবেশ আর স্থান একই।

এই ছবিটি কি শুধুই একটা শিশুর স্বভাবসুলভ আচরণের বহিঃপ্রকাশ নাকি আমাদের অন্য আরো কিছু দুশ্চিন্তার!

ছবি সোহরাওয়ার্দী উদ্যান থেকে তুলেছেন চিফ অব ফটো করেসপন্ডেন্টস নাজমুল হাসান

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৩
এসএটি/জিসিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।