বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের আয়োজনে শুরু হতে যাচ্ছে নেতৃত্ব বিষয়ক বুটক্যাম্প।
অক্টোবরের ৫-৭ তারিখ তিন দিনব্যাপী বন্দর নগরী চট্টগ্রামের ব্র্যাক লার্নিং সেন্টারে চলবে তরুণদের বুটক্যাম্প।
বুটক্যাম্প আয়োজনের প্রধান উদ্দেশ্য হচ্ছে তরুণদেরকে বাস্তব অভিজ্ঞতা প্রদানের মাধ্যমে প্রতিযোগীতাপূর্ণ ভবিষ্যতের জন্য তৈরি হতে সাহায্য করা।
এক্সপ্লোর, এক্সপেরিয়েন্স এবং এক্সপ্রেস এই তিনটি ধাপে নেতৃত্ব প্রশিক্ষণ দেওয়া হবে বলে আয়োজক সূত্র বাংলানিউজকে জানিয়েছেন।
বুটক্যাম্পের ১ম দিনে নেতৃত্ব বিষয়ক বিভিন্ন সেশন, মুক্ত আলোচনা এবং গেমসের মাধ্যমে তরুণদের নেতৃত্ব সম্পর্কে ধারণা দেওয়া হবে। ২য় দিনে শিক্ষার্থীদেরকে সরকারি, বেসরকারি এবং অলাভজনক খাতের বিভিন্ন শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে পরিদর্শনে নিয়ে যাওয়া হবে। পরিদর্শনে তারা প্রতিষ্ঠানের কার্যক্রম এবং কার্যপ্রণালী সম্পর্কে জানতে পারবে। এই অভিজ্ঞতা প্রশিক্ষণার্থীদেরকে তাদের ভবিষ্যতের লক্ষ্য নির্ধারণ করতে সাহায্য করবে।
সবশেষ ৩য় দিনে শিক্ষার্থীরা শিখবে কিভাবে তাদের জীবনের লক্ষ্যের সাথে নেতৃত্ব এবং অভিজ্ঞতার সমন্বয় ঘটান যায় । এরপর তারা নিজেদের জীবনের লক্ষ্যকে সামনে রেখে তাদের কর্মপরিকল্পনা তৈরি করবে।
বুটক্যাম্পে অংশগ্রহণ করতে হলে www.bylc.org/bootcamp ওয়েব সাইটে গিয়ে আবেদন করতে হবে। বাছাই প্রক্রিয়ার মাধ্যমে ১০০জন তরুণ শিক্ষার্থীকে এ কার্যক্রমে অংশগ্রহনের সুযোগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ৭ই সেপ্টেম্বর, ২০১৩।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৩
সম্পাদনা: এসএএস/জেসিকে