সিলেট: মাদকের ভয়াবহতা রুখে দিতে এবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়- সিকৃবিকে মাদকমুক্ত ক্যাম্পাস ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সিকৃবিতে মাদক প্রবেশের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়।
বিশ্ববিদ্যালয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা ও মাদকাসক্তদের আলোর পথে ফিরিয়ে আনতে মাদকবিরোধী প্রচারণাটি সাংস্কৃতিক অনুষ্ঠানে ঘোষণা দেওয়া হয়। এর আয়োজক বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ‘কৃষ্ণচূড়া’।
মাদকবিরোধী এই আয়োজনে সিলেট সাইক্লিস্ট অ্যাসোসিয়েশনের একদল তরুন সংহতি জানিয়ে মাদকবিরোধী ব্যানার বহন করে সাইকেল চালিয়ে মূল মিলনায়তনে প্রবেশ করে।
মাদক বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শহীদ উল্লাহ তালুকদার। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) প্রফেসর ডা: জামাল উদ্দিন ভূঞা।
বিশেষ অতিথি ছিলেন সিকৃবির ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা: অসীম রঞ্জন রায়, ডিন কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. জীবন কৃষ্ণ সাহা, প্রভোষ্ট কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. এ.এস.এম মাহবুব, প্রক্টর মে: আনোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা মাদক পরিহার করার জন্য সকল তরুণ-তরুণীদের প্রতি আহ্বান জানান। এ সময় সিকৃবিতে মাদক প্রবেশের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়।
আলোচনা সভার পরপরই অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘আলোর পথে’। সাংস্কৃতিক আয়োজনের মধ্যে ছিলো গীতিনৃত্য নাট্য ঐশি, মাদক বিষয়ক সচেতনামূলক নাটিকা সুপারম্যান, মুকাভিনয় ‘লাশ বলছিসহ বাংলা সংস্কৃতির ধারক গান ও নাচ।
প্রসঙ্গত, সাম্প্রতিককালে সারাদেশের মত সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়েও আঘাত হেনেছে মাদকের ভয়াবহ থাবা।
বিশ্ববিদ্যালয়ের পাশ্ববর্তী বালুচর বস্তি ও আলুরতলের মাদক বিক্রেতাদের কাছ থেকে মাদক আসছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে।
গাজা, ফেনসিডিল, কাশির সিরাপ, ঘুমের ট্যাবলেট প্রভৃতির কারণে তিলে তিলে নিঃশেষ হয়ে আসছে সিকৃবির অনেক মেধাবী মুখ।
বাংলাদেশ সময়: ১০৩৩ ঘন্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৩
এসএ/এসএস/বিএসকে