ঢাকা: ‘ওই চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ...’ কিংবা ‘তুমি কতো সুন্দর...’ শিরোনামের গানে গানে সঙ্গীর পক্ষ থেকে প্রশংসা শুনতে কার না ভালো লাগে!
সঙ্গী পাখির পক্ষ থেকে এমন প্রশংসা পেয়েই বুঝি রাস্তায় দাঁড় করিয়ে রাখা গাড়ির আয়নায় (লুকিং গ্লাসে) নিজের চাঁদমুখ খানি পরখ করে দেখছে এই ধূসর রঙা দোয়েলটি!
যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ’র শুক্রবারের পিকচার গ্যালারিতে প্রকাশিত এই অনবদ্য ছবিটি দেশটির পূর্বাঞ্চলের নিম্নভূমি নরফোকের অরণ্যাঞ্চল থেকে ক্যামেরাবন্দি করেছেন প্রখ্যাত অভিযাত্রী ও চিত্রগ্রাহক রবিন ওরো।
সৃজনশীলতার অনন্য উদাহরণ এই ছবিটি ‘ব্রিটিশ ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি অ্যাওয়ার্ড ২০১৩’ জিতে নিয়েছে।
বাংলাদেশ সময়: ০৪৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৩
এইচএ/এমজেএফ/জেসিকে।