ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

পান্ডার জন্মদিনে সপ্তাহব্যাপী উৎসব!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৩৫, সেপ্টেম্বর ৯, ২০১৩
পান্ডার জন্মদিনে সপ্তাহব্যাপী উৎসব!

ঢাকা: ঘটা করেই ষষ্ঠ জন্মদিন পালন করছে সিঙ্গাপুরের রিভার-থিমড চিড়িয়াখানা ‘রিভার সাফারি’র পান্ডা কাই কাই ও জিয়া জিয়া।
PandaPanda
ওয়াইল্ডলাইফ রিজার্ভস সিঙ্গাপুর (ডব্লিউআরএস) ও রিয়েল স্টেট কোম্পানি ক্যাপিটাল ল্যান্ডের পক্ষ থেকে নিজেদের প্রিয় খাদ্য বাঁশ দিয়ে তৈরি একটি ‘সুস্বাদু’ কেক উপহার পেয়েছে তারা।

তবে কেবল বাঁশই নয়, বরফ ও অন্য প্রিয় খাদ্যগুলির সংমিশ্রণে এই কেক তৈরি করা হয়েছে।

জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর ৫ বছরে পা দিয়েছে নারী পান্ডা জিয়া জিয়া এবং আগামী ১৪ সেপ্টেম্বর ছয় বছরে পা দেবে পুরুষ পান্ডা কাই কাই।
Panda-
এ উপলক্ষ্যে টানা ৭ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী পান্ডা জন্মোৎসবের আয়োজন করেছে রিভার সাফারি।

ডব্লিউআরএসের চেয়ারপার্সন ক্লায়ার চিয়াং আশা প্রকাশ করে বলেন, পান্ডাদ্বয়কে পরিদর্শনকারী কিংবা পান্ডার জন্মোৎসবে অংশগ্রহণকারীরা এই উদ্যোগে উৎসাহিত হয়ে বিলুপ্তপ্রায় প্রাণীগুলো রক্ষায় কাজ করবেন।


বাংলাদেশ সময়: ০১২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৩
এইচএ/জিসিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।