ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

বিয়ের আগে আমি সবার : শখ

কামরুজ্জামান মিলু, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৪, সেপ্টেম্বর ১০, ২০১৩
বিয়ের আগে আমি সবার : শখ

শনিবার সকাল ১১টা। সকাল থেকেই আকাশের মন ভালো নেই।

টিপ টিপ বৃষ্টিতে পুরো শহর এক অন্য রকম সুরের খেলায় মত্ত। তবে একটু আগেই বৃষ্টি শেষ হল। ততক্ষণে আলোকচিত্রী জীবন আমিরকে নিয়ে উত্তরায় ৭ নং সেক্টরের একটি শুটিং হাউজে হাজির হই। পৌঁছে শুনতে পেলাম শুটিং  ইউনিটের একজন বলছেন, ‘শখ আপাতো ঠিক সময়েই শুটিং স্পটে হাজির হয়েছেন। ’

তবে বৃষ্টির জন্য পরিচালক তার নাটকের বাইরের দৃশ্যের কাজ শুরু করতে পারছেন না। এজন্য শখের মুখেও এক ধরনের চিন্তার ছাপ। তবুও নিজেকে সহজ করার জন্য হেসেই চলেছেন অনবরত।

কাছে যাওয়ার সাথেই বললেন, ‘ভালো সময়ে এসেছেন। জানেন একটি ছেলে কয়েকদিন ধরেই আমাকে অনুসরণ করছে। একদিন ভার্সিটি থেকে আশার পথে চিঠিও দিয়েছে। কি যে করি! (চাপা হাসি) ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা বাস্তবে না। এ নাটকের গল্প বললাম আপনাকে। ’ Shokh1

তাকে থামিয়ে দিয়ে সহকারি পরিচালক বললেন ‘বাইরে বৃষ্টি কমেছে আপা। চলেন, পরিচালক আপনাকে ডাকে। সেট রেডি। `

কাহিনী বোঝার আর বাকি রইল না কিছুই। শখ বলেন `আমি শর্টটা দিয়েই চলে আসছি, কেমন?`

শুটিং সেরে অপরাধবোধ সঙ্গী করে সাজঘরে ফিরলেন মডেল ও অভিনেত্রী শখ। তখন অবশ্য সাজসজ্জা বদলে গেছে তার। এরইমধ্যে আলোকচিত্রী বেশ কিছু ছবিও তুলেছেন।

প্রথমেই জানতে চাইলাম বর্তমান ব্যস্ততা নিয়ে। বললেন, ‘ ঈদের কাজ নিয়েই ব্যস্ততা। মোহন খান, শাহিন কবির টুটুল, এস এ হক অলিকসহ বেশ কিছু পরিচালকের খন্ড নাটকে কাজ করছি। আর আজ যে কাজটি করছি এর নাম ‘শেষ মুহূর্তে’। পল্লব বিশ্বাসের লেখা ও পরিচালনায় এ নাটকে আমার বিপরীতে অভিনয় করছেন নিশো। ’

আপনি তো ৩-৪ বছর বয়স থেকে নাচ করেন। নাটকে অভিনয়ের পাশাপাশি কোনো নাচের অনুষ্ঠান করছেন না? প্রশ্ন শেষ না হতেই শখ বললেন, ‘ হ্যাঁ ,নাচ আমার ভীষণ প্রিয়। ঈদের জন্য বেশকিছু অনুষ্ঠানে নাচ করব। নতুন খবর হল দর্শক আমাকে নতুন দুটি বিজ্ঞাপনে দেখতে পাবেন। ’
Shokh1
শখের অভিনীত প্রথম নাটক ছিল ‘রাক্ষস’। এরপর তাহের শিপনের পরিচালনায় ‘অদ্ভুতুরে’, ‘দিবারাত্রি খোলা থাকে’, ‘ভূতের গলি’সহ কয়েকটি ধারাবাহিক ও খন্ড নাটকে কাজ করেছেন। তবে এই নাটকগুলো ছাড়াও তার অভিনীত বেশ কিছু নাটক

দর্শকের কাছে প্রশংসিত হয়। সেই নাটকগুলো হচ্ছে ইফতেখার আহমেদ ফাহমির ‘ফিফটি ফিফটি’, রেদওয়ান রনির ‘এফএনএফ’। কিন্তু এই মুহূর্তে খুব বেশি ধারাবাহিকে কাজ করছেন না শখ।

কিন্তু এ সিদ্ধান্ত কেন? এ বিষয়ে বলেন, ‘পল্লব বিশ্বাসের পরিচালনায় ‘রিলেশন’ এবং হিমেল আশরাফের নতুন একটি ধারাবাহিকে দর্শক দেখতে পাবেন আমাকে। আর কোনো ধারাবাহিকে কাজ করছি না। আমার পড়াশুনার কারণে নতুন এ সিদ্ধান্ত। আর নাটকের চেয়ে আমি বেশি বিজ্ঞাপনে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। ’

শখ বর্তমানে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইনিং-এ তৃতীয় বর্ষে পড়াশুনা করছেন। বড়পর্দায় শখের অভিষেক হয়েছে। চলচ্চিত্রটির নাম ‘বলো না তুমি আমার’। এফআই মানিকের পরিচালনায় এতে শখ অভিনয় করেছেন শাকিব খানের বিপরীতে।

ছবিটি ব্যবসা সফল হবার পর শখ দ্বিতীয় ছবিতে অভিনয় করেছেন। ছবির নাম ‘অল্প অল্প প্রেমের গল্প’। সানিয়াত হোসেনের পরিচালনায় ছবিটিতে শখ অভিনয় করছেন সুপার হিরো খ্যাত অভিনেতা নিলয়ের বিপরীতে। ছবিটি এখনও মুক্তির অপেক্ষায়। ছবিটি নিয়ে শখ বলেন, ‘ ছবিটি অনেক চমৎকার। এখানে আমি তানিয়া নামের চরিত্রে অভিনয় করেছি। আমি বেশি ছবিতে অভিনয় করার পক্ষে না। বছরে একটি ছবিতে অভিনয় করব এতেই যথেষ্ট। অনেক ছবির প্রস্তাব পাই, মনের মত গল্প এবং নির্মাতা না পেলে কাজ করব না। ’Shokh3

এসব তো হলো। আপনার প্রেম ও বিয়ের ভাবনা নিয়ে পাঠকদের জানাতে চাই। জবাবে শখ বাঁকা ঠোঁটে হেসে বললেন, ‘ এক কথায় বলতে চাই, বিয়ের আগে আমি শখ সবার। কারণ বর্তমানে আমি সিঙ্গেল আছি। তাই যে কেউ এই সুযোগ নিতে পারেন। ’

কারো সাথে সম্পর্ক এখন নেই। তারমানে সম্পর্ক ছিল, কিন্তু কার সাথে? আবারো জানতে চাইলাম। এবার খানিকটা চুপচাপ। সময় নিয়ে বললেন, ‘এসব নিয়ে এখন আর কথা বলতে চাই না। এসবের কারণে আমি কিছুদিন আগে নিজের মোবাইল নম্বরও পরিবর্তন করেছি। এটুকু বলতে চাই, একা আছি বেশ আছি। ’

সম্পর্কের কথা না স্বীকার করলেও শখের চোখের কোণে এক ধরনের হতাশার চিহ্ন বলে দেয় এ প্রশ্নের সোজা উত্তর।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ১০ সেপ্টেম্বর, ২০১৩
এমকে/জিআর/জিসিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।