ঢাকা: নিরাপত্তার জন্য সে কখনও কোন জাল ব্যবহার করেনি। দড়ির উপর দিয়ে হেঁটে গিয়েছে নিশ্চিন্তে, কখনো কেঁপেও ওঠেনি।
এ মন্তব্য কোন মানুষ সম্পর্কে করা হয়নি। করা হয়েছে ওজি নামের এক কুকুর সম্পর্কে। যে দড়িবাজ কুকুর তার এ অবাক করা কর্মকাণ্ডের জন্য সম্প্রতি গিনেজ বুক অব রেকর্ডসে নাম উঠিয়ে ফেলেছে।
চার বছর বয়সী ওজি এই মুহূর্তে যুক্তরাজ্যের অন্যতম সেরা দড়িবাজ হিসেবে পরিচিত

গিনেজ বুকে নাম ওঠাতে ওজি ১১.৪ ফুট একটি দড়ি নিশ্চিন্তে পার হয়ে গেছে মাত্র ১৮.২২ সেকেন্ডে।
কোন ধরনের সাহায্য ছাড়াই দড়ির ওপর দিয়ে হেঁটে যাওয়ায় এমনই দক্ষ ওজি।
এ ব্যাপারে ওজির প্রশিক্ষক নিক বলেছেন, ‘আমরা তখনই অনুশীলন করতাম যখন ওজি মুডে থাকত। সে তার অন্য কুকুর বন্ধুদের সাথে ঘুরে আসার পরই আমরা অনুশীলনে করতাম। ’
বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১২
কেএইচকিউ/আরআইএস