ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

সমুদ্র সৈকতে হাঁটতে গিয়ে বিশ্ব রেকর্ড!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫১, সেপ্টেম্বর ১৩, ২০১৩
সমুদ্র সৈকতে হাঁটতে গিয়ে বিশ্ব রেকর্ড!

ঢাকা: সমুদ্র সৈকতে হাঁটতে গিয়ে বিশ্ব রেকর্ডে নাম লেখালেন কানাডীয় এক ব্যক্তি। স্টিভ থুরবার টোফিনোর সমুদ্র সৈকতে কুড়ে পেয়েছেন একশ বছরের পুরোনো একটি বোতলে থাকা ১০৬ বছর আগের লেখা একটি নোট পেয়েছেন।

বোতলভর্তি নোটটি দেখার জন্য ‍অনেকেই জোরাজুরি শুরু করেছেন স্টিভের সঙ্গে। কিন্তু বোতলটি ভাঙতে বা নোটটি বের করতে নারাজ তিনি।

তিনি বলেছেন, নোটটিতে আর্ল উইলিয়ার্ড নামে এক ব্যক্তির স্বাক্ষর আছে।

বাইর থেকেই নোটটি পড়া যায়। সেখানে লেখা আছে, আর্ল উইলিয়ার্ড ১৯০৬ সালের ২৯ সেপ্টেম্বর বোতলটি ফেলে দিয়েছিলেন। সান ফ্রান্সিসকো থেকে ওয়াশিংটনগামী একটি জাহাজের যাত্রী ছিলেন তিনি। যাত্রা শুরুর ৭৬ ঘণ্টা পর তিনি নোট ভেতরে রেখে বোতলটি ফেলে দেন তিনি।

স্টিভ থুরবার বলেন, আমি মনে করি এটি একটি সুযোগের বিষয় যে পানিতে কেউ ছুড়ে ফেলেছে তা আপনি পেয়েছেন।

১০০ বছরের পুরোনো বোতল কুড়ে পাওয়াকে ‘অসম্ভব’ হিসেবে উল্লেখ করেছেন তিনি। তিনি বলেন, এটি ১০ লাখের মধ্যে একটি সুযোগ।

গিনেসবুকে বর্তমানে সবচেয়ে পুরোনো বোতলের রেকর্ডটি ১৯১৪ সালের একটি বোতলের। গত বছর ওই বোতলটি স্কটিশ জেলে অ্যান্ডু লিপার শেটল্যান্ডে পেয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৩
এসএফআই/এমজেডআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।