ঢাকা: ইংল্যান্ডের শোরপশায়ারের বাসিন্দা ডোরোথি ক্লিনটন। ৭৩ বছর বসয়ী এই বৃদ্ধা নিজের সবজিবাগানে চাষবাস করেন।
এই আলুহাস দেখে বিস্মিত ডোরোথি। তিনি এটি খেতে চান না, যত্নে রেখে দিতে চান। পঁচে না যাওয়া পর্যন্ত ঘরের চালায় রেখে দিতে চান আলুহাঁসকে।
তিনি বলেন, আমি যখন এটি মাটি থেকে তুললাম এবং দেখেই চমকে যাই, বলে উঠি ‘ওহ, এটি পাতিহাঁস। এটি খুবই সুন্দর।
ডোরোথি বলেন, আমার কাছে এটি আসলে আলু মনে হয় না, মনে হয় পাতিহাঁস। আমি মনে করি এটি পুরোপুরি বিস্ময়কর।
আলুহাঁসটি যে ক্লিনটনের কাছে প্রিয় তা নয়, এটা এখন তার প্রতিবেশীদের পছন্দের বস্তুতে পরিণত হযেছে।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৩
এসএফআই/বিএসকে