ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

হাঁস সদৃশ আলু!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৬, সেপ্টেম্বর ১৪, ২০১৩
হাঁস সদৃশ আলু!

ঢাকা: ইংল্যান্ডের শোরপশায়ারের বাসিন্দা ডোরোথি ক্লিনটন। ৭৩ বছর বসয়ী এই বৃদ্ধা নিজের সবজিবাগানে চাষবাস করেন।

বাগানে জন্মানো সব সবজিই তিনি খান। কিন্তু তার বাগানে বেড়ে ওঠেছে একটি আলুহাঁস, অর্থাৎ হাঁসের সদৃশ আলু।

এই আলুহাস দেখে বিস্মিত ডোরোথি। তিনি এটি খেতে চান না, যত্নে রেখে দিতে চান। পঁচে না যাওয়া পর্যন্ত ঘরের চালায় রেখে দিতে চান আলুহাঁসকে।

তিনি বলেন, আমি যখন এটি মাটি থেকে তুললাম এবং দেখেই চমকে যাই, বলে উঠি ‘ওহ, এটি পাতিহাঁস। এটি খুবই সুন্দর।

ডোরোথি বলেন, আমার কাছে এটি আসলে আলু মনে হয় না, মনে হয় পাতিহাঁস। আমি মনে করি এটি পুরোপুরি বিস্ময়কর।

আলুহাঁসটি যে ক্লিনটনের কাছে প্রিয় তা নয়, এটা এখন তার প্রতিবেশীদের পছন্দের বস্তুতে পরিণত হযেছে।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৩
এসএফআই/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।