ঢাকা: দক্ষিণ আমেরিকার সমাজতান্ত্রিক দেশ ভেনিজুয়েলায় টয়লেট পেপারের সঙ্কট দেখা দিয়েছে!
তবে এই সঙ্কট কাটাতে পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। ইতোমধ্যে একটি টয়লেট পেপার উৎপাদক কারখানাও নিয়ন্ত্রণে নিয়েছে প্রশাসন।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই কারখানাটির উৎপাদন ও বিতরণ পর্যবেক্ষণ করবে জাতীয় নিরাপত্তা বাহিনী।
এর আগে চলতি বছরের শুরুতে টয়লেট পেপার সঙ্কট কাটাতে অবিলম্বে পর্যাপ্ত আমদানির নির্দেশ দেয় সরকার। কিন্তু তাতেও কোনো লাভ হচ্ছিল না।
গত সপ্তাহে সমস্যার সমাধানে একটি বিশেষ কমিটিও গঠন করেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। কিন্তু এতেও কোনো সমাধান আসছিল না।
রাষ্ট্রীয় রেডিও এভিএন জানায়, উপায়ন্তর না দেখে উত্তরাঞ্চলের রাজ্য আরাগুয়ায় অবস্থিত মানপা কারখানা সাময়িকভাবে দখলে নিয়েছে সরকার।
বাণিজ্যমন্ত্রী আলেক্সান্ডার ফ্লেমিং জানিয়েছেন, ভেনিজুয়েলার আইন মেনেই কারখানাটি নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে এবং আইন অনুযায়ীই টয়লেট পেপারের সুষম বণ্টনের লক্ষ্যে পরিচালনা করা হবে।
সমস্যার সমাধান হলে ফের কর্তৃপক্ষের হাতে কারখানাটির নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে সরকার।
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৩
এইচএ/জেসিকে