ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

পুতিনমুখো কুকুর!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪২, সেপ্টেম্বর ২২, ২০১৩
পুতিনমুখো কুকুর!

ঢাকা: চাঁদের মতো মুখের অর্থ আমাদের সবারই জানা। এ সংবাদের শিরোনাম দেখেও হয়তো পাঠক আঁচ করছেন বিস্তারিত সংবাদে কি আসছে।



জার্মানির নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের মুখের মতো বিড়ালের ছবিটি কম-বেশি অনেকেই দেখেছি। এবার রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের মুখের মতো একটি কুকুরের সন্ধান মিলেছে!
putin-
শুধু মুখের মিলই নয়, পুতিনের মতো কুকুরটি নাকি যেমন শক্তিশালী, তেমন আগ্রাসী।

ইউক্রেনের এক নাগরিক পুতিন ও কুকুরটির মিল খুঁজে পাওয়ার পর তা ইন্টারনেটে ছেড়ে দিয়েছেন।

কুকুরের সঙ্গে অনেকটা হাস্যকর এ তুলনাটি রাশিয়ার প্রধানমন্ত্রী নিয়ে গড়ে ওঠা অদ্ভ‍ুত কাহিনীর সবশেষ এপিসোড।

২০১০ সালে একটি ছবিতে দেখা যায়, পুতিন সাইবেরিয়ার একটি বনে শিকারের জন্য বন্দুক হাতে ঘুরছেন।

রাশিয়ার গোয়েন্দা সংস্থা কেজিবির সাবেক সদস্যের গায়ে ছিল না কোনো কাপড়, পরনে ছিল কালো প্যান্ট।

আরেকটি ছবিতে ঘোড়ার পিঠে চড়ে বেড়াতে দেখা যায় তৎকালীন রুশ প্রেসিডেন্টকে।

এদিকে এক সাক্ষাৎকারে ২০১৮ সালের সাধারণ নির্বাচনে লড়াই করার ইঙ্গিত দিয়েছেন ৬৩ বছর বয়সী পুতিন। সবকিছু ঠিক থাকলে দেশের শাসন ক্ষমতায় ২৪ বছর অধিষ্ঠিত থাকবেন পুতিন, যা  জোসেফ স্তালিনের শাসনকালের সমান হবে।

দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী পদে থাকা যাবে না-সংবিধানের এমন শর্তের বাধা পেরুতে ২০০৮ সালে নিজের বিশ্বস্ত দিমিত্রি মেদভেদেভের হাতে প্রধানমন্ত্রীর দায়িত্ব হস্তান্তর করেন পুতিন।

২০১২ সালে পুতিন তৃতীয় মেয়াদের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

বাংলাদেশ সময়:  ০০৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৩
এসএফআই/এএ/আরকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।