ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

সৌদিতে গাড়ি চালাবেন নারীরা!

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১২, সেপ্টেম্বর ২৩, ২০১৩
সৌদিতে গাড়ি চালাবেন নারীরা!

রিয়াদ: রাজকীয় বিধি-বিধান অমান্য করে আগামী ২৬ অক্টোবর গাড়ি নিয়ে রাস্তায় নামবেন সৌদি নারীরা। আর একে কেন্দ্র করে অনলাইনে দেওয়া হয়েছে বিশেষ ঘোষণা।

যেখানে সৌদি নারীদের ওইদিন গাড়ি নিয়ে রাস্তায় নামার আহ্বান জানানো হয়েছে। আরবভিত্তিক একটি সংবাদমাধ্যম সোমবার এ খবর প্রকাশ করেছে।

এ আহ্বানে সাড়া দিয়ে প্রায় ৬ হাজার নারী সই করার মাধ্যমে ওই ঘোষণার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। আন্দোলনকারীদের আশা তাদের এ সক্রিয়তার ফলে নারীদের গাড়ি চালানোর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন সৌদি রাজা আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আল সৌদ।

নারী আন্দোলনকারী নাসিমা আল-সাদা জানান, ২৬ অক্টোবর আমি রাস্তায় গাড়ি নামাবো। সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের অন্তত ২০ নারী এ কর্মসূচিতে অংশ নেবেন বলেও জানান আল সাদা। বহু সৌদি নারী ড্রাইভিং শিখতে চায় এবং অনেক আছেন যারা ড্রাইভিং শেখাতে চায়।

ইসলামের শরীয়াহ আইনে এমন কোনো কথা বলা হয়নি যার মাধ্যমে নারীকে গাড়ি চালনা থেকে জোরপূর্বক বিরত রাখা যায়। সৌদি আরব বিশ্বের একমাত্র মুসলিম দেশ যেখানে নারীর গাড়ি চালানোর ওপর কড়া নিষেধাজ্ঞা আছে।

দেশটির ওহাবি আলেমদের ফতোয়ার ওপর ভিত্তি করে এ নিষেধাজ্ঞা আরোপ করেছে রিয়াদ সরকার। এ নিষেধাজ্ঞা অমান্যকারী নারীকে আটক করা এমনকি প্রকাশ্যে বেত্রাঘাত করারও প্রচলন আছে।

প্রসঙ্গত, ২০১১ সালে এক সৌদি নারী নিজের গাড়ি চালানোর ছবি ইন্টারনেটে প্রচার করেছিলেন। এ অপরাধে তাকে জেল খাটতে হয়েছে।

বাংলাদেশ সময় ১৫০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৩
এমএএ/এসএইচ/জেসিকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।