ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

ভোজন রসিক ওবামা!

হুসাইন আজাদ, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:০৮, সেপ্টেম্বর ২৪, ২০১৩
ভোজন রসিক ওবামা!

ঢাকা: বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের প্রেসিডেন্ট। ব্যক্তিগতভাবে তিনিও তাই বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি।

হ্যাঁ, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কথাই বলা হচ্ছে।

বিশ্বের প্রায় সবক’টি সংবাদ মাধ্যমই সবসময় ওবামার পিছু লেগে আছে। তিনি তার দেশের নীতি-পদক্ষেপ নিয়ে কী বলেন, বিশ্ব পরিস্থিতি নিয়ে কী বিবৃতি দেন- এসব লেখা ও প্রকাশ করাই সংবাদ মাধ্যমগুলোর দৈনন্দিন কাজ। কাজ হবেই বা না কেন, দেশের বা বিশ্বের যেকোনো জরুরি পরিস্থিতিতে ওবামার বক্তব্যের জন্যইতো মানুষ চেয়ে থাকে টেলিভিশনের দিকে, চেয়ে থাকে পত্রিকার পাতায় কিংবা হালের অনলাইন নিউজ পোর্টালে!

তবে এই বিবৃতি, ভাষণ ছাড়া কি ওবামা কিছু করেন না? এই যেমন নাওয়া-খাওয়া, হাসি-ঠাট্টা, খেলাধুলা কিংবা নিজের দুই প্রিয় সন্তানেরর সঙ্গে একটু আধটু দুষ্টুমি?

টেলিভিশন, পত্রিকা কিংবা অনলাইন পোর্টালের পাতায় চোখ বুলানো ‍পাঠক-দর্শকরাতো মাঝে মধ্যে এমন কিছু চমকপ্রদ খবর বা ছবিও দেখতে চান। যুক্তরাষ্ট্রের খ্যাত-অখ্যাত সংবাদ মাধ্যমগুলো ঘেঁটে ওবামার ভোজন রসের ছবিগুলোই এবার উপস্থাপন করছে বাংলানিউজ।

সম্ভবত কোনো পারিবারিক অনুষ্ঠানে কিংবা কোনো মিলনায়তনে বাম পাশে মিশেলের সঙ্গে কোলাকুলি করছেন পরিচিত কেউ, আর ডান পাশে বসে আছে মেয়ে মালিয়া। মিশেলদের কোলাকুলির দিকে চেয়ে থাকলেও পপকর্ন খাওয়াতেই মনোযোগী দেখা গেল মাঝখানে বসে থাকা বারাক ওবামাকে।

ঘরোয়া কোনো অনুষ্ঠানে সাংবাদিকরা ব্যস্ত খাবার টেবিলে বসে থাকা প্রেসিডেন্টের ছবি তুলতে। আমন্ত্রিত জনৈক অতিথি প্রেসিডেন্ট পত্নী মিশেলের সঙ্গে কথা বলতে ব্যস্ত থাকলেও খাবারেই দু’হাত ও চোখ ওবামার!

ওবামার জনৈক উপদেষ্টা কী যেন গুরুত্বপূর্ণ কথা বলছেন! কিন্তু হাতে যখন খাবার থাকে তখন কি আর অন্য কোনো বিষয়ে হুঁশ থাকে ওবামার?

টেবিলে বসে থাকা আর কারও দিকে না চেয়ে একেবারে সামনে রাখা রসালো জিলাপির দিকেই মনোযোগ ওবামার! একটি খেতে থাকলেও তিনি খাবারে এমনভাবে মনোনিবিষ্ট যেন সবগুলো ১৫/২০ টি জিলাপি একাই খেয়ে ফেলবেন!

‘আগে খেয়ে নিই! পরে রাজ্যের সব কথা বলো!’ খাবার হাতে রেখে ওবামা এমনটিই কি বলছেন টেবিলের অন্য ব্যক্তিদের?

একটু আইসক্রিমও পড়তে দেওয়া যাবে না। খেতে খেতে কি এমনটিই ভাবছেন বারাক ওবামা?

এক গ্রাসেই কি পুরো রুটিটি খেয়ে ফেলবেন ওবামা? অন্তত তার মুখ হা করার ধরনই বলছে এ ব্যাপারে একটুও ছাড় দিতে চান না বিশ্বের ক্ষমতাধর প্রেসিডেন্ট!

একটা নয়, দু’টোও নয়, পাঁচটাও নয়! ট্রে-ভর্তি ৮/১০টি বার্গার একাই সাবাড় করার মনস্থির করেছেন বুঝি ওবামা!

তাল মিলিয়ে খেতে হয়! একটু খানি রোল, তারপর একটু খানি লাচ্ছি! মনোযোগ দিয়ে খাওয়ার তালে এমনটিই বুঝি শিক্ষা দিচ্ছেন ওবামা!

এক গ্রাসেই খেতে চাইলেন পুরো পিৎজাটা। আর সেটাই দেখে ফেললেন উপস্থিত সাংবাদিক ও অতিথিরা। আর যাতে না দেখে সেজন্যই কি নিজের ‘ভোজনরসিক’ চেহারাটা আড়াল করতে চাইছেন ওবামা?

বাংলাদেশ সময়: ০৩৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৩
এইচএ/এমজেডআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।