ঢাকা: ভোরের সূর্যের রূপালী মিষ্টি আলোয় সমুদ্র সৈকতে বেড়ানোর মজাটাই আলাদা। এর সঙ্গে শার্কের মতো সামুদ্রিক মাছের নাচ দেখার সৌভাগ্য হলে ভাবুন অনভূতিটা কেমন হয়।
আর যদি হাতে থাকা ক্যামেরায় শার্কের ক্যারিশম্যাটিক নাঁচ বন্দী করা যা তাহলে তো সেসব ছবি হয়ে ওঠে দক্ষ আলোকচিত্রীর নিপুণতার স্বাক্ষর।

উদিত সূর্যের বিপরীতে চমৎকার সিলহুটে তোলা এ ছবিতে দেখা যাচ্ছে, এ শার্কটি পানি থেকে শূন্যে লাফ দিচ্ছে।

ছবিগুলো বলছে, নতুন আলোয় গ্রেট হোয়াইট শার্কটি যেন বাড়তি শক্তি পায়, সে শক্তিতেই লেজ দিয়ে পানিতে বেগ দিয়ে কয়েক ফুট শূন্যে লাফ।

এ ছবিটিতে দেখা যাচ্ছে, নিজে পানিতে ডুব দেওয়ার সঙ্গে নতুন একটি দৃশ্য তৈরি করে শার্কটি। তার ছড়ানো পানি ভেদ করে আসা সূর্যের আলোকে লাগছে সোনালী রঙ্গের জমিনে সাদা একটি টিপ।
সূর্যের বিপরীতে দাঁড়িয়ে ছবিগুলো তুলেছেন আইরিশ আলোকচিত্রী ডেভিড জেনকিন্স। সমুদ্রের বুকে বোটে চড়ে বেড়ানোর সময় হাতের নিপুণতা দেখাতে শার্কটিকে প্রলুব্ধও করেছেন ডেভিড। ২০১০ সালের জুলাই মাসে দক্ষিণ আফ্রিকার ফলস বের সিল আইল্যান্ডে শার্ক দর্শনভ্রমণে এসব মনোমুগ্ধকর চিত্র ধারণ করেন ডেভিড। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল সম্প্রতি ছবিগুলো ছেপেছে।
বাংলাদেশ সময়: ০৬১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৩
এসএফআই/আরআইএস