বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের (বিওয়াইএলসি) উদ্যোগে হয়ে গেল তরুণ নেতৃত্ব বিষয়ক কর্মশালা। তৃতীয়বারের মতো আয়োজিত জাতীয় এ কর্মশালায় এবারের বিষয় ছিল ‘আর্ট অ্যান্ড প্র্যাকটিস অব লিডারশিপ’।
কর্মশালার আয়োজকবৃন্দ বাংলানিউজকে জানান, দেশের বিভিন্ন বিভাগীয় শহর থেকে প্রতিযোগিতার মাধ্যমে ৩৪১ জনের মধ্যে থেকে ৫০ শিক্ষার্থী নির্বাচিত হয়।
নির্বাচিত শিক্ষার্থীদের নেতৃত্ব উন্নয়ন, সমস্যা সমাধান, দলীয় কাজ এবং যোগাযোগের দক্ষতা বাড়ানোর বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় আয়োজিত এ কর্মশালায়।
বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার আয়োজিত কর্মশালার শেষ দিন শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র প্রদাণ করা হয়।
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে তিনদিনের এ কর্মশালাটি ২১ অক্টোবর শুরু হয়ে শেষ হয় ২৩ অক্টোবর।
উল্লেখ্য দেশের তরুণদের মধ্যে নেতৃত্বের প্রতিভা বের করে নিয়ে আসার লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার।
বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৩
সম্পাদনা: এসএএস/এমজেডআর