ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

ঘোড়ার ভালোবাসা

সালাহউদ্দিন জসিম ও জিএম মুজিবুর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৪৩, সেপ্টেম্বর ২৯, ২০১৩
ঘোড়ার ভালোবাসা

ঢাকা: সব জীবের মনেই প্রেম- ভালোবাসা আছে। কিন্তু সবার ভালবাসা প্রকাশের সুযোগও সব সময় হয়ে উঠে না।

তবে সুযোগ পেলেই পরম ভালো লাগার জনকে ভালোবাসতে ভুল করে না কেউই। ঠিক এমনভাবেই একজোড়া ঘোড়ার ভালোবাসার দৃশ্য ধরা দিয়েছে ক্যামেরার চোখে।

goraরাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সাইকেল ৠালির বাদকদের বহন করতে ব্যবস্থা করা হয়েছিলো ঘোড়ার গাড়ির । র‌্যালি শুরু হতে খানিকটা দেরি। তাই, মালিক সাইফুল লাগাম খুলে খেতে দিয়েছেন তার ঘোড়া দুটোকে।

মজার ব্যাপার হলো,  খাবারে ঘোড়া দুটোর মনোযোগ ততটা নেই, যতটা মনোযোগ একে অন্যের সাথে খুনসুটি করতে।

একটা ঘোড়া অন্যটাকে আদর করছে, অন্যটাও তার জবাব দিচ্ছে। কি উপভোগ্য দৃশ্য তা চোখে না দেখলে বোঝা ভার। gora

নগরীতে যখন ক্রমশ হিংস্র হয়ে উঠছে মানুষ, যখন মানুষের পশুত্বের ছাপ আদুরিদের দেহে প্রকাশিত হচ্ছে প্রতিনিয়ত, তখন নগরীতে ঘোড়ার এই বিরল ভালবাসায় মুগ্ধ হন বাংলানিউজের ফটো করেসপন্ডেন্ট জিএম মুজিবুর।

তাদের সুখ দেখে মনের সুখে তিনিও ক্যামেরার শাটার টিপতে থাকেন একের পর এক। বাংলানিউজের প্রিয় পাঠকদের সঙ্গে সেই আনন্দঘন মুহূর্তটি শেয়ার করতেই এই আয়োজন।

বাংলাদেশ সময়: ০৮৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৩
এসইউজে/কেএইচ/আরআই/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।