ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

রোবট যখন ট্যুর গাইড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৩১, অক্টোবর ৫, ২০১৩
রোবট যখন ট্যুর গাইড

ঢাকা: মানুষের প্রতিদিনের কাজে রোবটের ব্যবহার দিন দিন বেড়েই চলছে। এবার চীনে ট্যুর গাইড হিসেবে ব্যবহার করা হচ্ছে সুন্দরী নারী-রোবটকে।

তবে আপাতত চীনের লিওনিং প্রদেশের ঝিনঝাউ ওয়ার্ল্ড গার্ডেন আর্ট এক্সপো এলাকায় এই রোবট পর্যটকদের গাইড হিসেবে কাজ করবে। একে ধীরে ধীরে সারাদেশে ছড়িয়ে দেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানান।

লাল রংয়ের লিপস্টিক মেখে দীর্ঘদেহী রোবট যেকোনো পর্যটকের দৃষ্টি কাড়বে বলে আশা করা হচ্ছে।

বাগানটির মুখপাত্র ফেং কুং জানান, বছরের একটি বিশেষ সময়ে আমাদের এখানে প্রচুর সংখ্যক পর্যটকের চাপ থাকে। চাপ কমানোর জন্যই রোবট ব্যবহারের অভিনব ভাবনা।

এই রোবটের বিশেষত্ব হচ্ছে এরা মানুষের প্রশ্নের উত্তর দিতে পারে এবং পর্যটকদের সঙ্গে সঙ্গে ঘুরতেও পারবে।

বাংলাদেশ সময়: ০৪২৫ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৩/আপডেট ১২৫০ ঘণ্টা
কেএইচ/এমজেএফ/আরকে/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।