ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

নারীর যখন দাঁড়ি

কবির হোসেন, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:১১, অক্টোবর ৭, ২০১৩
নারীর যখন দাঁড়ি

ঢাকা: রক্ষণশীল মুসলিম সমাজ। মেয়ে মানুষের মুখে দাঁড়ি।

তাই লোকলজ্জার ভয়ে নিজেকে ঘোমটার মধ্যে ঢেকে রেখেছেন দীর্ঘ ১৩ বছর। এমনই অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে ছিলেন ইন্দোনেশিয়ার অগাস্টিনা ডরম্যান।  

২৫ বছর বয়সে যখন তার প্রথম সন্তানের জন্ম হয় তখনই তিনি মুখে খোঁচা খোঁচা দাঁড়ি গজানোর বিষয়টি লক্ষ্য করেন।   তারপর কেটে গেছে দীর্ঘ ১৩ বছর। বাইরের কেউ কোনোদিন তার চেহারা দেখেনি। সবসময় হিজাবের মধ্যে নিজের চেহারা লুকিয়ে রাখেন।

কিন্তু ৩৮ বছর বয়সী অগাস্টিনা নিজেকে আর এরূপে দেখতে চান না। এই বন্দিদশা থেকে মুক্তির জন্য সম্প্রতি তিনি হিজাব খুলেই বাইরে বের হয়েছেন।   কেউ কেউ বিদ্রুপ করলেও অনেকের কাছ থেকেই এই সাহসী পদক্ষেপের জন্য তিনি প্রশংসা পেয়েছেন।

শুধু দাঁড়ি নয়, গোঁফ এমনকি বুকে চুলেও রয়েছে তার। তাই চুল দিয়ে বিচার করলে তাকে পুরুষও বলা চলে। অগাস্টিনা বলেন, যখনই তিনি দাঁড়ি বা গোঁফ কামাতে গিয়েছেন তখনই প্রচন্ড ব্যথার কারণে পিছপা হয়েছেন।

 এর আগে চলতি বছরের শুরুতে মরিয়ম নামে এক জার্মান নারী দাঁড়ি নিয়েই বৃটিশ প্রোগাম ‘দিজ মরর্নি’ এ অংশগ্রহণ করে আলোচনায় আসেন। অনুষ্ঠানে তিনি নারীদের দাঁড়ি নিয়ে যেসব প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়ে সে বিষয়ে নানা খোলামেলা আলোচনা করেন।

বাংলাদেশ সময়: ০৪০৯ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৩
কেএইচ/জিসিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।