ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

সাদা ছাগল কালো হয় কলপের গুণে!

ফিরোজ আমিন সরকার, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৩, অক্টোবর ১১, ২০১৩
সাদা ছাগল কালো হয় কলপের গুণে!

ঠাকুরগাঁও: নিজের বয়স ঢাকতে অনেকেই সাদা চুলে কালি মেখে কালো করেন। নিজেকে উপস্থাপন করেন তরুণরূপে।



নিরীহ ছাগলের তো বয়স ঢাকার দরকার হয়না। তবে সাদা ছাগলকে কালি মাখিয়ে কালো রঙের ছাগল হিসেবে আকর্ষণীয় করে তোলা হয়- এমন কথাও কি কেউ শুনেছেন?

আঁতকে ওঠার মতো হলেও এমন ঘটনাই ঘটছে ঠাকুরগাঁওয়ে!

কোরবানির ঈদকে সামনে রেখে এক শ্রেণীর ব্যবসায়ী সাদা ছাগলের গায়ে কালো রং মাখিয়ে কালো ছাগল বানিয়ে ফেলছেন। কারণ বাজারে কালো ছাগলের কাটতি বেশি। আর চাহিদা বেশি থাকায় এ ধরনের প্রতারণা বেড়েই চলছে।

জেলার বিভিন্ন কোরবানির হাট ঘুরে ও ছাগল ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদকে সামনে রেখে ছাগল ব্যবসায়ীরা ব্যস্ত সাদা ছাগলে কালো রং মাখাতে।

তুলনামূলকভাবে সাদা ছাগলের দামে কম। কালো ছাগলের  দাম একটু বেশি। তাই বেশি লাভের আশায় এক শ্রেণীর অসাধু ব্যসায়ীরা চুলে দেওয়ার ফাইভ স্টার কালো কলপ দিয়ে কালো করছেন সাদা ছাগলগুলো।

শুক্রবার দুপুরে এমন দৃশ্য দেখা গেছে সদর উপজেলার আউলিয়াপুর গ্রামে। ওই গ্রামের নুর ইসলাম নিজেই রং মাখিয়ে সাদা ছাগল কালো করছেন। এসব রং দেওয়া ছাগল স্থানীয় বাজার ছাড়াও রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় চলে যাচ্ছে বলে জানান ওই ব্যবসায়ী।

তিনি জানান, তার ভগ্নিপতি আলাল ঢাকায় ছাগলের ব্যবসা করেন। ঠাকুরগাঁওয়ের গ্রামাঞ্চল থেকে কম দামে সাদা ছাগল কিনে কালো বানিয়ে ঢাকায় পাঠানো হয়।

ওই গ্রামের আব্দুল্লাহ, সাইফুল অভিযোগ করে বলেন, এসব ছাগল কিনে প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ। কিন্তু দেখার কেউ নেই।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৩
এসআর/এএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।