ঠাকুরগাঁও: নিজের বয়স ঢাকতে অনেকেই সাদা চুলে কালি মেখে কালো করেন। নিজেকে উপস্থাপন করেন তরুণরূপে।
নিরীহ ছাগলের তো বয়স ঢাকার দরকার হয়না। তবে সাদা ছাগলকে কালি মাখিয়ে কালো রঙের ছাগল হিসেবে আকর্ষণীয় করে তোলা হয়- এমন কথাও কি কেউ শুনেছেন?

কোরবানির ঈদকে সামনে রেখে এক শ্রেণীর ব্যবসায়ী সাদা ছাগলের গায়ে কালো রং মাখিয়ে কালো ছাগল বানিয়ে ফেলছেন। কারণ বাজারে কালো ছাগলের কাটতি বেশি। আর চাহিদা বেশি থাকায় এ ধরনের প্রতারণা বেড়েই চলছে।
জেলার বিভিন্ন কোরবানির হাট ঘুরে ও ছাগল ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদকে সামনে রেখে ছাগল ব্যবসায়ীরা ব্যস্ত সাদা ছাগলে কালো রং মাখাতে।
তুলনামূলকভাবে সাদা ছাগলের দামে কম। কালো ছাগলের দাম একটু বেশি। তাই বেশি লাভের আশায় এক শ্রেণীর অসাধু ব্যসায়ীরা চুলে দেওয়ার ফাইভ স্টার কালো কলপ দিয়ে কালো করছেন সাদা ছাগলগুলো।

তিনি জানান, তার ভগ্নিপতি আলাল ঢাকায় ছাগলের ব্যবসা করেন। ঠাকুরগাঁওয়ের গ্রামাঞ্চল থেকে কম দামে সাদা ছাগল কিনে কালো বানিয়ে ঢাকায় পাঠানো হয়।
ওই গ্রামের আব্দুল্লাহ, সাইফুল অভিযোগ করে বলেন, এসব ছাগল কিনে প্রতারিত হচ্ছেন সাধারণ মানুষ। কিন্তু দেখার কেউ নেই।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৩
এসআর/এএ/আরআইএস