ঢাকা: স্থূলদেহীরা নিজে তো বটেই, আশপাশের অন্যরাও চিন্তায় ভোগে তাদের হাঁটা-চলা, খাওয়া-দাওয়া নিয়ে। স্থূলকায়ীদের অনেকে কত রকমের চেষ্টা চালান আশপাশের অন্য দশজনের মতো নিজেকে গড়ে তুলতে।
কিন্তু জেনিফার বেনেট, সাম্মি ম্যাথিউস ও ক্রিস্টিনা পায়েজ আলাদা কিসিমের। তারা অতিকায় দেহের কসরত দেখিয়ে কামাচ্ছেন টাকা। নতুন ব্যবসার প্রর্বতন করেছেন তারা।
জেনিফার বেনেট
জেনিফার বেনেটের ওজন ৩০ স্টোন বা ১৯০ কেজি ৫০০ গ্রাম। ৩১ বছর বয়সী জেনিফার পেশাদার সুপার সাইজ ওয়েব মডেল বনে গেছেন। তার এক একটি উরু সাড়ে ৪১ ইঞ্চি প্রসস্থ।
জেনিফার জন্মগতভাবে অতিরিক্ত ওজনের বলে জানান তিনি। তিনি বলেন, ‘আমি সবসময়ই অতিরিক্ত ওজনের, যখন শিশু ছিলাম তখনও, যখন টিনএজার ছিলাম তখন। ’
শিশুকাল থেকেই আমি অতিকায় দেহী হতে আগ্রহী ছিলাম। ছয় বছর আগে অনলাইন মডেল হিসেবে নিজের আত্মপ্রকাশ ঘটান তিনি।
নিজের খাদ্যাভাস ও শরীর চর্চার ভিডিও দেখিয়ে অর্থ উপার্জন করেন বোস্টনের এ অধিবাসী। এভাবে হাজার হাজার ডলার উপার্জন হয় তার।
‘বিশাল উরু আর দ্বৈত পেট’ তার শরীরের আকর্ষনীয় বলে জানান তিনি।
এছাড়াও কোনো ব্যক্তির শরীরের ওপর নিজের ভর চাপিয়েও অর্থ আসে তার। কেউ স্বেচ্ছায় আগ্রহী হলে তাকে বিছানায় শুইয়ে তার ওপর বসেন জেনিফার। এ দৃশ্য ধারণ করে নিজস্ব ওয়েবসাইটে পোস্ট করেন তিনি।
এ পেশা ঝুঁকিপূর্ণ হলেও এতেই তার শান্তি মেলে বলে জানান তিনি। তিনি বলেন, কম বয়সে মারা যাওয়া বা সারাজীবন নিজেকে অবরুদ্ধ করে রাখার চেয়ে এমন করেই আমি আমার জীবনকে বাঁচিয়ে রাখতে চাই।
সাম্মি ম্যাথিউস
জেনিফারের মতো আরেক জন নিজের স্থূল শরীর ‘জঞ্জাল’ না ভেবে অর্থ উপার্জনে কাজে লাগাচ্ছেন।
৪১ বছর বয়সী সাম্মি ম্যাথিউসের ওজন ২৭ স্টোন বা ১৭১ কেজি ৪৫০ গ্রাম। তিনি নিজেকে এসএসবিবিডব্লিউ (সুপার সাইজড বিগ বিউটিফুল উইম্যান) হিসেবে অভিহিত করেন। ক্রিস্টিনা পায়েজ
ক্রিস্টিনা পায়েজের ওজন ৪৪ স্টোন বা ২৭৯ কেজি ৪০০ গ্রাম। ওরেগনের এ বাসিন্দার বয়স ৩৯। তিনি নেচে, শরীর দেখিয়ে বেশ টাকা কামাচ্ছেন। দুইজনের সমান শরীরের অধিকারী পায়েজকে দেখতে কানাডা থেকেও দর্শক আসে।
‘সিনফুলি ডিভাইন’ নামে সাঁতারের পোশাক পরে বা টপ ছাড়াই তার শরীর নড়াচড়ার দৃশ্যগুলো ওয়েবসাইটে ছাড়া হয়।
জেনিফার, সাম্মি ম্যাথিউস ও ক্রিস্টিনা পায়েজের ওপর একটি তথ্যচিত্র নির্মাণ করে চ্যানেল ৫। ৯ অক্টোবর তথ্যচিত্রটি প্রচার করে চ্যানেলটি।
বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৩/আপডেট ১০০৯ ঘণ্টা, অক্টোবর ১৪
এসএফআই/আরকে