ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

ঈদের ছুটির অবসরে

ঊর্মি মাহাবুব, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৩, অক্টোবর ১৭, ২০১৩
ঈদের ছুটির অবসরে

ঢাকা: ইট-কাঠ-পাথরের এই নগরীতে যন্ত্রের মতো জীবন মানুষের। কিছুটা ফুরসত পেলেই তাই বাইরে ছুটে যেতে ইচ্ছে করে খাঁচায় বন্দি নগরবাসীর।

সে কারণে অনেকেই পরিবার-পরিজন নিয়ে ছুটে যান শহরের বিনোদন কেন্দ্রগুলোতে।

ঈদের পর দিন শিশুপার্ক, চিড়িয়াখানা, বোটানিক গার্ডেন, নভোথিয়েটারে বিশেষ ভিড় লক্ষ করা যায়। পাশাপাশি রয়েছে শিশুদের জন্য বেসরকারি পার্ক। এর মধ্যে অন্যতম একটি হলো শ্যামলীর ‘শিশুমেলা’। বৃহষ্পতিবার সকাল থেকেই এখানের ভিড় ছিল লক্ষ্যণীয়।

আর মিরপুর চিরিয়াখানায় বানর ছিল শিশুদের মূল আকর্ষণ। মীমের বয়স আট বছর। ব্যবসায়ী নওশাদ আলম ও রুনা আক্তারের একমাত্র মেয়ে সে। ঈদের দিন থেকেই আবদার- ‘বাপি বানর দেখবো। ’ ব্যস্ততার পাট কিছুটা কমিয়ে তাই মেয়েকে নিয়ে আসা চিড়িয়াখানায়। সঙ্গে আনেন বানরের জন্য বাদাম আর কলা।

বানরকে কলা দিতে গেলে প্রথমে তা নেয় না বানর। আর অমনি মীমের চিৎকার- বাপি, বানর মামা কলা নেয় না। বানরের প্রতি রাগ হয় মীমের। যাই হোক, শেষমেশ বানর কলা খায়। হাসি ফোটে মীমের বাবা-মারও।

অন্যদিকে, নভোথিয়েটারে শো দেখতে এসেছেন নবদম্পতি সাদিয়া ও ইমরান। সেপ্টেম্বরের ৩ তারিখে সংসার জীবনের শুরু। ইমরান ব্যাংক কর্মকর্তা হওয়ায় এক মাসেও বাইরে বেড়াতে যাওয়ার সময় পাননি স্ত্রী সাদিয়াকে নিয়ে।

সাদিয়া হেসে বলেন, ‘একমাস বাইরে বেরুতে পারিনি। ও যেহেতু ছুটি না পায়নি, ফলে কিছুই করার ছিল না। তবে ঈদের এ ক’দিন আমরা অনেক ঘুরবো। ’

তবে এবারের ঈদ বিনোদনের নতুন কেন্দ্র হিসেবে জায়গা করে নিয়েছে হাতিরঝিল। রয়েছে সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধন করা ফ্লাইওভার। কুড়িল, যাত্রাবাড়ী ফ্লাইওভারে দর্শনার্থীরা আসছেন সকাল থেকেই। তবে রোদের কারণে ভিড় জমেনি ততটা। বেলা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ফ্লাইওভারে লোকের সমাগম বাড়বে বলে জানান সংশ্লিষ্টরা।

অন্যদিকে, চির যৌবনা যেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ক্যাম্পাস। বর্তমান প্রজন্মের যেমন দেখা মেলে এ জায়গায়, তেমনি আগের প্রজন্মের প্রতিনিধিদেরও পাওয়া যায় এখানে।

আরিফুজ্জামান ওষুধ কোম্পানির কর্মকর্তা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছেন ১৪ বছর আগে। কিন্তু, এখনো মায়া ত্যাগ করতে পারেননি টিএসসি, হাকিম চত্বরের। এখনো অন্যান্য বন্ধু-বান্ধবদের নিয়ে আড্ডা দেন টিএসসি চত্বরে।

তিনি বলেন, ‘আমরা যখন এখানে পড়তাম তখন এখানে বাইরের লোকজন এত আসতো না। কিন্তু, এখন এই ক্যাম্পারের বাইরের অনেকেই এখানে আড্ডা দিতে আসেন। তবে এটি আমি নেতিবাচকভাবে দেখি না। এই ক্যাম্পাস সবার। আর এই এলাকাটা হচ্ছে সব প্রজন্মের এক মিলন মেলা’ বলেই হাসতে থাকেন আরিফুজ্জামান।

১৫ অক্টোবর থেকে শুরু হওয়া ঈদের টানা পাঁচ দিনের ছুটিতে নগরবাসী ঘুরে বেড়াচ্ছেন ঢাকা বিনোদন কেন্দ্রগুলোতে আর যে যেখানে আনন্দ পান, সেখানে। একটুখানি দম নেওয়া আর কী!

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৩
ইউএম/কেএইচ/এবি/জিসিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।