ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

টাইটানিক জাহাজের বেহালা রেকর্ড দামে বিক্রি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০১, অক্টোবর ২০, ২০১৩
টাইটানিক জাহাজের বেহালা রেকর্ড দামে বিক্রি

ঢাকা: টাইটানিক জাহাজে যে বেহালাটি বাজানো হয়েছিল তা ৯ লাখ পাউন্ডে বিক্রি হয়েছে।   যুক্তরাজ্যের উইল্টশায়ারের এক নিলামে মাত্র ১০ মিনিটে বিক্রি হয় বেহালাটি।



ব্রিটিশ এক নাগরিক বেহালাটি কিনেছেন। নিলামকারী অ্যালান অলরিজ বলেছেন, টাইটানিকের স্মৃতি হিসেবে বেহালাটি ছিল ‘খুবই দুলর্ভ’। টাইটানিকের এক হাজার ৫১৭ জন নিহত যাত্রীর মধ্যে বেহালা বাদক ওয়ালেস হার্টলিও ছিলেন।

নিলামে আলোকচিত্র, সংবাদপত্র, চীনা মাটির বাসনপাত্রও নিলামে বিক্রি হয়েছে।

অলরিজ বলেছেন, বেহালার দাম ৫০ পাউন্ড দিয়ে শুরু হয়েছিল। কিন্তু বাড়তে বাড়তে তা কয়েক মিনিটের মধ্যে এক লাখ ডলারে পৌঁছে। অবশেষে তা ৯ লাখ পাউন্ডে বিক্রি হয়।

ব্রিটিশ আরএমএস টাইটানিক নর্থ আটলান্টিক মহাসাগরে ১৯১২ সালের ১৫ এপ্রিল একটি বরফ খণ্ডের সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে যায়। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে জাহাজটি সাউথহ্যাম্পটন ত্যাগ করে ১০ এপ্রিল। প্রথম যাত্রায় ডুবে যায় সেসময়ের বৃহত্তম জাহাজটি।

বাংলাদেশ সময়: ২৩৩১ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৩
এসএফআই/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।