ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

মিলিয়নিয়ার কুকুর!

মীম নোশিন নাওয়াল খান, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:২০, নভেম্বর ৪, ২০১৩
মিলিয়নিয়ার কুকুর!

ঢাকা: মানুষ ধনী হয়, কিন্তু পশু কী কখনো ধনী হয় নাকী? তাও আবার একটা কুকুর! আশ্চর্য হলেও সত্যি যে পৃথিবীর অনেক মানুষের চেয়ে বেশি ধন-সম্পদের অধিকারী গুন্থার, যে কীনা একটা কুকুর!

আমরা জানি মানুষ কুকুর পোষে। কুকুরের তো আর ধন-সম্পদ, টাকা-পয়সার প্রয়োজন নেই।

একটু খাবার, থাকার জায়গা আর আদর-স্নেহ পেলেই কুকুর খুশি।

কিন্তু আদরের কুকুরকে এতটুকু দিয়ে খুশি হতে পারেন নি জার্মানির জমিদার কারলোটা লিবারস্টেইন। তাই তো ধন-সম্পত্তিই দিয়ে দেন প্রিয় কুকুরটাকে। সেই সম্পদের পরিমাণ কত জানেন? ৩৭২ মিলিয়ন ডলার! আমাদের টাকায় হিসাব করতে গেলে এর পরিমাণ দাঁড়াবে প্রায় ৯০১ কোটি ৬০ লাখ টাকা!

প্রিয় কুকুর তৃতীয় গুন্থারকে এই বিশাল অংকের টাকার সম্পত্তি দিয়েছিলেন কারলোটা লিবারস্টেইন। উত্তরাধিকার সূত্রে সেই সম্পত্তির মালিক এখন তৃতীয় গুন্থারের সন্তান চতুর্থ গুন্থার। জার্মান শেফার্ড জাতের একটা কুকুর গুন্থার।

মানুষের চেয়েও বেশি আরামে থাকে চতুর্থ গুন্থার। চলে রাজকীয় হালে। প্রতিবেলায় তার খাবারের মেন্যুতে থাকে ক্যাভিয়ার এবং স্টেক। সবমিলে বেশ আনন্দ আর ফূর্তিতেই জমিদারের মতো দিন কেটে যাচ্ছে ধনী কুকুর চতুর্থ গুন্থারের।  

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৩
এমএনএনকে/এএ/জিসিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।