ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

মরুর বুকে সবুজ গ্রাম!

আসিফ আজিজ, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৪০, নভেম্বর ৬, ২০১৩
মরুর বুকে সবুজ গ্রাম!

 মরুভূমির বুকে ছোট্ট একটি সবুজ গ্রাম হুয়াকাছিনা। পেরুর ইকা প্রদেশের ইকা শহরের কাছে অবস্থান গ্রামটির।


Aug
জনসংখ্যা মাত্র ১১৫ জন। নয়নাভিরাম একটি প্রাকৃতিক লেক কেন্দ্র করেই গ্রামটি গড়ে উঠেছে। এটেকামা মরুভূমির প্রান্তে এর অবস্থান।
August/
 ইকা শহরের স্থানীয়দের জন্য এটি একটি রিসোর্ট হিসেবে প্রথমে গড়ে ওঠে। সেখান থেকে রূপ নেয় গ্রামে। তথ্য প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে মরুভূমির এই ‘সবুজ হীরা’ লুকানো কঠিন হয়ে পড়ে।
Aug
বর্তমানে প্রতিদিন অসংখ্য পর্যটক এখানে ভিড় জমান। দলবেঁধে বালুচূড়ার উপর দাঁড়িয়ে মরুভূমির বুকে সূর্যাস্ত দেখা সত্যি শ্বাসরুদ্ধকর অনুভূতির।
Aug
মরুভূমির বুকে এই উপহ্রদে আপনি সাঁতারও কাটতে পারবেন। এটা ভাবতে সত্যি অবাক লাগে!
Aug
আর রাতের আলোয় বালুরাশির মাঝের এক চিলতে আলো হুকাছিনাকে করে তোলে অপরূপ রূপসী।

বাংলাদেশ সময়: ০৩২৩ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৩
এএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।