ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

সুন্দরীদেরই চাকরি মেলে!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৩, নভেম্বর ৯, ২০১৩
সুন্দরীদেরই চাকরি মেলে!

ঢাকা: অন্য দশজন মানুষের চেয়ে দুই আঙুল বেশি তার। সেই সুবাদে প্রতি মিনিটে ১০০ শব্দেরও বেশি টাইপ করতে পারেন তিনি।

কিন্তু তারপরও টাইপিংয়ে একটি চাকরি মেলে না ভারতের আগ্রার বাসিন্দা বিজয় সিংয়ের।

প্রায় ৫০টিরও বেশি চাকরিতে দরখাস্ত করেও চাকরি না পাওয়ায় এখন যুক্তরাজ্যে পাড়ি দেওয়ার চিন্তা করছেন ৪৮ বছর বয়সী বিজয়।

তবে, চাকরির জন্য দৌঁড়াদৌঁড়ি করেও আশার বাণী না পাওয়ায় বেশ ক্ষেপেছেন বিজয়।

তিনি বলেন, যাদের ১২টি আঙুল আছে, এমনকি যারা সকল ‍কাজের কাজী তাদেরও চাকরি জোটে না। চাকরিদাতারা চান সুন্দরী নারী। কেবল ‍সুন্দরী নারীদেরই চাকরি মেলে!

স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত আঙুল দিয়ে অনেক সময় কাজ করা যায় না। তবে বিজয় তার ১২টি আঙুলই সমানে কাজে লাগাতে পারেন।

ভারতে চাকরি পেতে ব্যর্থ হলেও বিজয়ের আশা তিনি যুক্তরাজ্যে গিয়ে কোনো সাফল্য পাবেন।

এছাড়া, চাকরির আবেদনপত্রে (সিভি) নিজের ১২টি আঙুল থাকা এবং এগুলো দিয়ে যে সমানে টাইপ করতে পারেন সে বিষয়টি উল্লেখ করবেন বলে জানান বিজয়।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৩
এইচএ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।