ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

ফিচার

গাছে চড়া ছাগল!

আসিফ আজিজ, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:২২, নভেম্বর ১০, ২০১৩
গাছে চড়া ছাগল!

ছবি ও শিরোণাম দেখে অবাক হচ্ছেন? ভাবছেন গল্পে গরু গাছে ওঠার গল্পের কথা? কিংবা চোখের বিভ্রান্তিতে পাখি ভেবে গাছে ছাগল দেখছেন? আপনি যা ভাবছেন তা ঠিক নয়; তবে যা দেখছেন তার কিছুটা অবিশ্বাস্য মনে হলেও সবটাই কিন্তু ঠিক!

2201

গাছগুলো ছাগলসহ বেড়ে ওঠেনি! ফটোশপের কোনো কারসাজিও নয়। ছবিগুলো সত্যি এবং ছাগলগুলো রীতিমতো গা-ছমছমে দক্ষতায় গাছে চড়তে পারে।

3201

অবিশ্বাস্য এই দৃশ্যটি দেখা যায় আফ্রিকার দেশ মরক্কোর ছোট্ট গ্রাম তামিরিতে। এই গ্রামের ছাগলগুলো খাদ্যের সন্ধানে অনায়াসে চড়তে পারে গাছে। অরগ্যান নামের এই গাছের জামের মতো মিষ্টি ফল খুবই পছন্দ ছাগলের।

420

এই গাছের মিষ্টি ফল খেতেই মূলত গাছে চড়ে ছাগলগুলো। এর জন্য তাদের অতিরিক্ত ভারসাম্য রাখতে হয় শরীরের, যেটা চতুষ্পদী এমন জন্তুর জন্য খুবই কঠিন কাজ।

5201

সময়ের সঙ্গে সঙ্গে ছাগলগুলো অ্যাক্রোবেটদের মতো অসাধারণ দক্ষতা অর্জন করেছেন নিজেদের টিকে থাকার প্রয়োজনে। সত্যি এটা একটা বিস্ময়কর এবং অদ্ভুত ব্যাপার।

6201

শুধু তাই নয়, বেরিস নামক ফলগুলো খেয়ে এর ভিতরের বীজটাও তার অসাধারণ দক্ষতায় নিচে ফেলে দেয় খুব দ্রুততার সঙ্গে। এটা ব্যবহার করা হয় সার হিসেবে। এটা পিষে অরগ্যান তেলও ও তৈরি হয়।

বাংলাদেশ সময়: ০৪১৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৩
এএ/এসএইচ/আরকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।