ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

বিড়ালের উচ্চ লাফ!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৩১, নভেম্বর ১০, ২০১৩
বিড়ালের উচ্চ লাফ!

ঢাকা: একটি বিড়াল উচ্চ লাফ দিয়ে স্বাভাবিকভাবে নিজেদের উচ্চতার চেয়ে প্রায় পাঁচগুণ অর্থাৎ ১৫০ সেন্টিমিটার (৪ দশমিক ১১ ইঞ্চি প্রায়) অতিক্রম করতে পারে। তাও মাটিতে অর্থাৎ লম্বালম্বিভাবে ঈঁদুর বা অন্য কোনো প্রাণী শিকার করার ক্ষেত্রে।


Cat-2
কিন্তু জাপানের ‘ন্যয়া-সুক’ নামক বাদামি রঙা ডোরাকাটা একটি বিড়াল এক লাফে ১৯৬ সেন্টিমিটার (৬ ফুট ৪ ইঞ্চি প্রায়) পর্যন্ত অতিক্রম করতে পারে। সেটা আবার একেবারে ওপরের দিকে!
Cat-320
চটপটে বিড়াল সবসময়ই লাফিয়ে-দাফিয়ে থাকে। কিন্তু ওপরের দিকে লাফিয়ে তাক লাগানো ‘ন্যয়া-সুক’ যেদিকে বা যেভাবে লাফিয়ে বেড়ায় তা দেখে যে কাউকেই হেসে গড়াগড়ি খেতে হবে এবং বিস্মিত হতে হবে।
Cat-4
‘ন্যয়া-সুক’র এমন লাফানো-দাফানোর একটি ভিডিও করে গত বছর ইউটিউবে ছেড়েছেন তার স্বত্বাধিকারি জামুমি। বিড়ালপ্রেমীদের মজা দেওয়ার জন্য গত সপ্তাহে সেই ভিডিওটি আবারও পোস্ট করেছেন জামুমি।
Cat20
ভিডিওটিতে দেখা যায়, ঘরের পাটাতনের ৬ ফুট ৪ ইঞ্চি ওপরে সুতা দিয়ে বেধে রাখা খাবার উচ্চ লাফ দিয়ে ছোঁ মেরে হাতের মুঠোয় নিয়ে আসছে বিড়ালটি।

জামুমি বলেন, বিড়ালটিকে প্রথম দিকে এমন করে লাফাতে দেখতাম। কিন্তু এতো বেশি লাফাতে পারতো ধারণা করিনি। একদিন পাটাতনে ১৫০ সেন্টিমিটার উঁচুতে তার খাবার বেঁধে দেখি সে খাবারটি ছোঁ মেরে নিয়েছে।

তিনি বলেন, এভাবে কয়েকদফা উচ্চতা বাড়িয়ে বেঁধে দেখি সে তাতেও সফল হয়েছে। একসময় ১৯৬ সেন্টিমিটার উচ্চতায় অতিক্রম করে ফেললো সে! অবাক করা ব্যাপার!


বিড়ালটির দাফাদাফি করার সেই অভাবনীয় দৃশ্যটি দেখতে ক্লিক করুন:



বাংলাদেশ সময়: ০৪২৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৩
এইচএ/এসএইচ/আরকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।