ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

ফিচার

বিশ্বসেরা ১০ সমুদ্র সৈকত

মীম নোশিন নাওয়াল খান, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৪, নভেম্বর ১১, ২০১৩
বিশ্বসেরা ১০ সমুদ্র সৈকত

সমুদ্র সবাইকেই কাছে টানে। তাই তো ছুটি পেলে অনেকেরই ঘুরতে যাওয়ার পছন্দের স্থানগুলোর মধ্যে প্রথমেই চলে আসে সমুদ্র সৈকতের কথা।

চলুন জেনে নিই বিশ্বসেরা ১০টি সমুদ্র সৈকতের খবরাখবর।

সান্টা ক্রুজ বিচ:
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে অবস্থিত এই সমুদ্র সৈকত। রোমান্টিক, প্রকৃতিপ্রেমী, উদাসী- সব ধরনের মানুষের জন্যই এটি উপযোগী। সার্ফিং করার জন্য অত্যন্ত ভালো জায়গা স্টিমার লেন বিচ। কেউ যদি নিরিবিলি থাকতে চান, তাহলে সান্টা ক্রুজের সিস্কেপ বিচকে বেছে নিতে পারেন। আর আনন্দ করার জন্য উপযুক্ত স্থান হচ্ছে মূল সৈকত। এখানে একটি পুরনো ধাঁচের ব্রডওয়াক ও অ্যামিউজমেন্ট পার্ক রয়েছে। মজার মজার রাইড থেকে শুরু করে সুস্বাদু খাবার- সবই পাওয়া যায় এখানে। তাই যে কারোরই ভালো লাগতে হবে সান্টা ক্রুজ বিচ।

ইপানেমা বিচ
এই সৈকত অবস্থিত ব্রাজিলের রিও ডি জেনিরোতে। ১৯৭০ সালের পর থেকে এখানে মেয়েদের ‘তাঙ্গা’ (বর্তমানের সমুদ্র স্নানের পোশাকের আদি রূপ) পরার প্রচলন শুরু হয়। এটিই মূলত এই সৈকতকে জনপ্রিয় করে তোলে। এখনো এ ধরনের পোশাক পরে ইপেনামা বিচে ঘুরে বেড়ান অনেক নারী।

ওক্রাকোক আইল্যান্ড বিচ
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার একটি দ্বীপ ওক্রাকোক। এই দ্বীপের সৈকত পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় স্থান। সূর্যস্নানের জন্য জনপ্রিয় এই বিচ। নৌকো, নিজস্ব ফেরি বা প্লেনে করে পৌঁছুতে হবে এখানে।

হানালেই বে বিচ
হানালেই বে বিচ অবস্থিত হাওয়াইয়ের কাওয়াই-এ। এখানকার প্রাকৃতিক দৃশ্য যে কাউকে মুগ্ধ করবে। পাহাড়ের কোল বেয়ে নেমে আসা ঝরনাধারার অসাধারণ দৃশ্য এই সৈকতে সৌন্দর্যের বাড়তি সংযোজন। শীতকালে সবচেয়ে বেশি পর্যটক এখানে বেড়াতে আসেন। এই সময়টায় এখানে সার্ফিং করতেও দারুণ লাগে।

নুডিস্ট ক্যাম্প বিচ
ক্রোয়েশিয়ার দ্যা আইল্যান্ড অব ভ্যার এর ভ্রবোস্কায় অবস্থিত এই বিচ। মূলত নিরিবিলি ভাবে সূর্যস্নানের জন্য জনপ্রিয় এই স্থানটি। দ্রাক্ষলতা, পাইন গাছ এবং জলপাই গাছ দিয়ে চারপাশ থেকে ঢাকা এই সৈকত। কাছেই রয়েছে ন্যাচারালিস্ট ক্যাম্প, সঙ্গে একটি ছোট্ট রেস্টুরেন্ট, গ্যাস স্টেশন এবং স্টোর। কেউ চাইলে এখানে ক্যাম্পিংও করতে পারেন।

তুলুম বিচ
মেক্সিকোর তুলুমে রয়েছে এই সৈকত। তুলুমে মায়া সভ্যতার কিছু ধ্বংসাবশেষ আছে। এই জায়গাটি নিরিবিলি এবং শান্তিপূর্ণ। কোলাহলমুক্ত শান্ত স্থান যদি হয় আপনার পছন্দ, তবে তুলুম বিচ আপনার জন্য উপযোগী। আর সঙ্গে প্রত্নতত্ত্ব নিয়ে আগ্রহ থাকলে তুলুম আপনার জন্য অসাধারণ স্থান। এখানে এলে সূর্যস্নান করা আর মায়া সভ্যতার ধ্বংসাবশেষ দেখার অপূর্ব সুযোগ পাবেন যে কেউ।

স্যান্টরিনি’জ রেড বিচ  
গ্রিক আইল্যান্ডের আক্রোতিরিতে অবস্থিত এই বিচ। লাল বালি থাকার কারণেই এই সৈকতের নাম হয়েছে স্যান্টারিনি’জ রেড বিচ। একটি আগ্নেয়গিরির লাভা উদ্গিরণের ফলে স্যান্টরিনি দ্বীপের সৃষ্টি হয়। বর্তমানে সেই আগ্নেয়গিরিটি সুপ্ত অবস্থায় রয়েছে। রাতারাতি দ্বীপের অনেকখানি অংশ পানিতে ডুবে গিয়েছিল বলে দ্বীপটি সত্যিকারের আটলান্তিস হিসেবে পরিচিতি লাভ করেছে। স্যান্তারিনি’জ রেড বিচে পৌঁছুবার উপায় হচ্ছে নৌকোয় চড়ে যাওয়া কিংবা ১০মিনিট পায়ে হেঁটে উপর থেকে নেমে আসা।
 
সাউথ বিচ
এই সৈকতটিও যুক্তরাষ্ট্রে। ফ্লোরিডার মিয়ামিতে অবস্থিত সাউথ বিচে রাতের বেলায় অনেক সময় তারকাদেরকেও দেখা যায়। সুন্দর ও শান্তিপূর্ণ একটি স্থান এই বিচ। এখানে গেলে যে কারোরই মন ভালো হয়ে যাবে। অবসর কাটানোর জন্য একদম সঠিক স্থান সাউথ বিচ।

হোয়াইট বিচ
ফিলিপাইনের বোরাকাই আইল্যান্ডের সমুদ্র সৈকত হোয়াইট বিচ। বিচে ২ মাইলের বেশি জুড়ে ছড়িয়ে রয়েছে নরম সাদা বালি। এই বালির বৈশিষ্ট্য হচ্ছে এগুলো কখনো গরম হয় না। ৩০ বছর আগেও এতটা জনপ্রিয় ছিল না হোয়াইট বিচ। এখন এটিকে বিশ্বের অন্যতম সেরা অবসর কাটানোর স্থান হিসেবে বিবেচনা করা হয়। বছরের নাতিশীতোষ্ণ তাপমাত্রার সময়টায় গেলে হালকা বৃষ্টি ও পূর্ব দিক থেকে বয়ে আসা বাতাস শীতল পরশে প্রাণে দোলা দিয়ে যায়।

লা মিনিটাস বিচ
ডমিনিকো রিপাবলিকের লা রোমানিকায় অবস্থিত লা মিনিটাস বিচ। শাটল অথবা গলফ কারে করে পৌঁছুতে হবে বিচে। এখানে নির্জন সৈকতে যেমন সূর্যস্নান করতে পারবেন, তেমনি আশেপাশের হোটেলগুলো থেকে খেতে পারবেন মনের মতো খাবার। সৈকতে আবার একটি ম্যাসাজ রুমও আছে। ভালো লাগার মতই অপূর্ব স্থান লা মিনিটাস বিচ।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৩
এমএনএনকে/এএ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।