প্রাণ থাকলে প্রাণী হওয়া যায়, কিন্তু মন না থাকলে মানুষ হওয়া যায় না! কুকুরের প্রাণ থাকলেও মন যে নেই সেটি এক বাক্য আমাদের সবাই বলি। কিন্তু এই দুই কুকুর ভেঙে দিয়েছে সেই ধারণা।
স্বজন হারানোর বেদনায় তারাও শোকে পাথর হয়। স্বাভাবিক অবস্থায় থাকতে পারে না।
একই মায়ের দুই সন্তান তারা। চীনের সিচুয়ান প্রদেশের পিঝিয়ান এলাকার একটি রাস্তার মধ্যে শুয়ে ছিলেন ধূসর আর বাদামি রংকের এ কুকুর দুটি। কিন্তু বেপরোয়া গতির একটি গাড়ির আঘাতে ধূসর কুকুরটি প্রাণ হারায়।
নিজের বোনের মৃত দেহ ছেড়ে যেতে নারাজ তিন মাসবয়সী বাদামি কুকুরটি। কেঁদে কেঁদে চোখের পানি ঝড়িয়ে দুদিনকে বোনকে আগলে রাখে বাদামি কুকুরটি। কাছে ঘেষার জন্য কেউ আসলে ঘেউ ঘেউ আর কামড় দিতে উদ্যত হতে বেঁচে থাকা কুকুরটি। কবর না দেওয়া পর্যন্ত মৃত বোনকে ছেড়ে অন্য কোথায় যায়নি বাদামি কুকুরটি।
এক ব্যক্তি রাস্তা থেকে সরিয়ে পাশে রাখেন মৃত কুকুরটি। পরে সরকারি এক কর্মচারী এসে কবর দেন কুকুরটিকে। কিন্তু বাদামি কুকুরটি বারবার ঝাপিয়ে পড়ে কবরে। পরপারে সহোদরের চলে যাওয়াকে কোনোভাবেই মেনে নিতে পারছিলনা বাদামি কুকুরটি।
বোনকে হারানোর শোকে অসুস্থ হয়ে পড়ে কুকুরটি। স্থানীয় একটি পশু সংরক্ষণ কেন্দ্রে কুকুরটি নিয়ে গিয়ে চিকিৎসা দেয়া হয়।
বাংলাদেশ সময়: ০৩১০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৩
এসএফআই/আরকে