ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

ফিচার

দাঁড়ি-গোঁফ প্রতিযোগিতা!

হুসাইন আজাদ, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:২২, নভেম্বর ১৭, ২০১৩
দাঁড়ি-গোঁফ প্রতিযোগিতা!

ঢাকা: বিশ্বব্যাপী সুন্দরী প্রতিযোগিতা, অসুন্দর প্রতিযোগিতা, ফ্যাশন প্রতিযোগিতা হয়; হয় বডি বিল্ডিং প্রতিযোগিতাও! কিন্তু বিচিত্র রকমের দাঁড়ি ও গোঁফের প্রতিযোগিতার খবর কি কখনো পাওয়া গেছে?

Beard-1

কার চেয়ে কার দাঁড়ি বা গোঁফ কতো বেশি বিচিত্র ও আকর্ষণীয় এ নিয়ে সম্প্রতি জার্মানির লেইনভেলডেন-ইশতারডিনগেন শহরে হয়ে গেলো বিশ্ব দাঁড়ি ও গোঁফ প্রতিযোগিতা (ওয়ার্ল্ড বিয়ার্ড অ্যান্ড মাসট্যাশ চ্যাম্পিয়নশিপস)।

Beard-22

সাড়া জাগানো এ দ্বিবার্ষিক প্রতিযোগিতায় অংশ নিতে বিশ্বের ২০টি দেশের বিভিন্ন রং-ঢংয়ের দাঁড়ি -গোঁফওয়ালা ৩০০ জন ব্যক্তি জড়ো হন।



Beard-32

প্রাথমিকভাবে বিচিত্র দাঁড়ি-গোঁফওয়ালা লোকদের সম্মেলন হিসেবে পরিচিতি থাকলেও পরবর্তীতে এই সম্মেলনে যোগ দেওয়া ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বিচিত্র রকমের দাঁড়ি ও গোঁফওয়ালা ব্যক্তি বা দলকে সম্মাননা দেওয়ার লক্ষ্যে প্রতিযোগিতারই আয়োজন করা হতে থাকে।

Beard-4

চলতি বছরের সেরা দাঁড়ি-গোঁফধারী দল হিসেবে ৯টি ট্রপি জিতে নিয়েছে যুক্তরাষ্ট্রের দাঁড়ি ও গোঁফওয়ালারা। এর মধ্যে ‘ইংলিশ স্টাইল’ নামক বিশেষ ধরনের দাঁড়ি ও গোঁফ রেখে প্রথম ট্রফিটি লাভ করেন মার্কিন নাগরিক প্যাট্রিক ফেটে।

Beard-5

নিউজিল্যান্ডের প্রতিযোগী নিক থমাস বলেন, অনলাইনে এই বিচিত্র প্রতিযোগিতার আয়োজনের কথা জেনেই আমি যোগ দিই। এ ধরনের প্রতিযোগিতায় যোগ দেওয়ার আনন্দই আলাদা।

----620

১৯৯০ সাল থেকে চলা এই প্রতিযোগিতার নেতৃত্ব দিচ্ছেন বিশ্বের সবচেয়ে আলোচিত গোঁফধারী মানুষ জোয়েরগেন বারখারদ।

Beard-7

২৪ বছর ধরে চলে আসা এই প্রতিযোগিতা এখন এক ধরনের শীর্ষ প্রতিযোগিতায়ই রূপ নিচ্ছে। দাঁড়ি ও গোঁফওয়ালাদের প্রতিযোগিতা তাই এখন আরও বড় পরিসরে করার চিন্তাভাবনা করছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ০৩০৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৩
এইচএ/এএ/আরকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।