ঢাকা: বিশ্বব্যাপী সুন্দরী প্রতিযোগিতা, অসুন্দর প্রতিযোগিতা, ফ্যাশন প্রতিযোগিতা হয়; হয় বডি বিল্ডিং প্রতিযোগিতাও! কিন্তু বিচিত্র রকমের দাঁড়ি ও গোঁফের প্রতিযোগিতার খবর কি কখনো পাওয়া গেছে?
কার চেয়ে কার দাঁড়ি বা গোঁফ কতো বেশি বিচিত্র ও আকর্ষণীয় এ নিয়ে সম্প্রতি জার্মানির লেইনভেলডেন-ইশতারডিনগেন শহরে হয়ে গেলো বিশ্ব দাঁড়ি ও গোঁফ প্রতিযোগিতা (ওয়ার্ল্ড বিয়ার্ড অ্যান্ড মাসট্যাশ চ্যাম্পিয়নশিপস)।
সাড়া জাগানো এ দ্বিবার্ষিক প্রতিযোগিতায় অংশ নিতে বিশ্বের ২০টি দেশের বিভিন্ন রং-ঢংয়ের দাঁড়ি -গোঁফওয়ালা ৩০০ জন ব্যক্তি জড়ো হন।

প্রাথমিকভাবে বিচিত্র দাঁড়ি-গোঁফওয়ালা লোকদের সম্মেলন হিসেবে পরিচিতি থাকলেও পরবর্তীতে এই সম্মেলনে যোগ দেওয়া ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বিচিত্র রকমের দাঁড়ি ও গোঁফওয়ালা ব্যক্তি বা দলকে সম্মাননা দেওয়ার লক্ষ্যে প্রতিযোগিতারই আয়োজন করা হতে থাকে।

চলতি বছরের সেরা দাঁড়ি-গোঁফধারী দল হিসেবে ৯টি ট্রপি জিতে নিয়েছে যুক্তরাষ্ট্রের দাঁড়ি ও গোঁফওয়ালারা। এর মধ্যে ‘ইংলিশ স্টাইল’ নামক বিশেষ ধরনের দাঁড়ি ও গোঁফ রেখে প্রথম ট্রফিটি লাভ করেন মার্কিন নাগরিক প্যাট্রিক ফেটে।

নিউজিল্যান্ডের প্রতিযোগী নিক থমাস বলেন, অনলাইনে এই বিচিত্র প্রতিযোগিতার আয়োজনের কথা জেনেই আমি যোগ দিই। এ ধরনের প্রতিযোগিতায় যোগ দেওয়ার আনন্দই আলাদা।

১৯৯০ সাল থেকে চলা এই প্রতিযোগিতার নেতৃত্ব দিচ্ছেন বিশ্বের সবচেয়ে আলোচিত গোঁফধারী মানুষ জোয়েরগেন বারখারদ।

২৪ বছর ধরে চলে আসা এই প্রতিযোগিতা এখন এক ধরনের শীর্ষ প্রতিযোগিতায়ই রূপ নিচ্ছে। দাঁড়ি ও গোঁফওয়ালাদের প্রতিযোগিতা তাই এখন আরও বড় পরিসরে করার চিন্তাভাবনা করছে কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ০৩০৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৩
এইচএ/এএ/আরকে